E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চকলেট প্রেমীদের মজার ৬ অভ্যাস

২০১৪ সেপ্টেম্বর ০৮ ১৮:৪২:২৬
চকলেট প্রেমীদের মজার ৬ অভ্যাস

নিউজ ডেস্ক : চকলেট ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চকলেট কম বেশি সবাই পছন্দ করলেও, কেউ কেউ আছেন যাদের চকলেট ছাড়া একেবারেই চলে না। চকলেটের নাম শুনলেই চোখ জোড়া চকচক করে ওঠে চকলেটপ্রেমীদের। তাদের কাছে জগতের সবচাইতে উৎকৃষ্ট সুখ হলো চকলেট নামক বস্তুটি। মজার ব্যাপার হচ্ছে, এই চকলেটপ্রেমীদের আবার থাকে বিশেষ কিছু মজার স্বভাব। জেনে নিন চকলেটপ্রেমীদের ৬টি মজার স্বভাব সম্পর্কে।

সকালের নাস্তায় চকলেট থাকতে হবে
যারা চকলেট ভালোবাসেন তারা সকালের নাস্তায় চকলেট ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না। রুটির সাথে কিংবা পাউরুটির সাথে নাটেলা অথবা নসিলা জাতীয় চকলেট স্প্রেড ছড়িয়ে খেতে পছন্দ করেন তারা। কর্নফ্লেক্স খেলেও চকলেট ফ্লেভারটাই বেছে নেন চকলেটপ্রেমীরা। আর সকাল সকাল একটা চকলেট বার খেতে পারলে তো কথাই নেই।

জগতের সকল সমস্যার সমাধান হলো চকলেট
চকলেট যারা ভালোবাসেন তাদের জন্য পৃথিবীটা বেশ সহজ। আর তার কারণ হলো, তাদের কাছে জগতের সকল সমস্যার সমাধান হলো চকলেট খাওয়া। মন খারাপ হলে চকলেট খেয়ে নিমিষেই মন ভাল করে ফেলেন তারা। খুব জটিল কোনো সমস্যায় আঁটকে গেলেও চকলেট খেয়ে মনটাকে একটু ফুরফুরে এবং হালকা করে নেন চকলেটপ্রেমীরা।

প্রতিদিনই একবার করে ভাবা ‘চকলেট খাওয়া কমাতে হবে’
চকলেট যারা ভালবাসেন তারা প্রতিদিনই একবার করে ভাবেন যে চকলেট খাওয়া একটু হলেও কমাতে হবে। বিশেষ করে যারা অতিরিক্ত চকলেট খেয়ে মুটিয়ে যাচ্ছেন কিংবা কোলেস্টেরল ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন্ত আরা চকলেট খাওয়া কমানোর প্রতিজ্ঞা নিয়মিত করেন। কিন্তু সেই কমানোটা আর কখনোই হয় না।

চকলেট পেলেই রাগ শেষ
চকলেটপ্রেমীরা গিফট বলতেই চকলেটকে বোঝান। আর কেউ যদি চকলেট উপহার দেন তাহলে তো কথাই নেই। সেই ব্যক্তির উপর যত কঠিন রাগই থাকুক, মূহূর্তেই তা পানির মতো তরল হয়ে যাবে। আর তাই চকলেটপ্রেমীদের মন গলানো খুবই সহজ।

ডেসার্ট মানেই চকলেট
যারা চকলেট খেতে ভালোবাসেন তাদের কাছে ডেসার্ট মানেই চকলেট। ডেসার্ট যাই হোকনা কেন তাতে থাকা চাই চকলেট। চকলেট ছাড়া ডেসার্টের প্রতি তারা আকর্ষণ অনুভব করেন না একদমই।

মাঝরাতে চকলেট না খেলেই না
চকলেটপ্রেমীদের অন্যতম একটি বদঅভ্যাস হলো রাত জাগলেই খাওয়া চাই চকলেট। যেদিনই রাত জাগা হয় সেদিনই মাঝ রাতে চকলেট খেতে ইচ্ছে করে চকলেটপ্রেমীদের। ফ্রিজ ঘেঁটে চকলেট পাওয়া না গেলে মেজাজটাই বিগড়ে থাকে একদম।

(ওএস/অ/সেপ্টেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test