E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিল্পীর ক্যানভাসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার 

২০২২ আগস্ট ১৭ ১২:৪৬:৩৬
শিল্পীর ক্যানভাসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার 

গোপালগঞ্জ প্রতিনিধি : শোকাবহ আগস্টের মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে আর্টক্যাম্প করেছে।

শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের ১৩ জন বরেণ্য চিত্র শিল্পী এই আর্ট ক্যাম্পে অংশ নেন। তাদের তুলির আঁচড়ে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও তাঁর পরিবারের সদস্য, বঙ্গবন্ধুর পিতা-মাতা এবং জাতীয় ৪ নেতার ছবি জীবন্ত হয়ে ওঠে।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় ‘শোক থেকে শক্তির অভ্যুদয় স্বপ্ন পুরনে দৃঢ় প্রত্যয়’ প্রতিপাদ্যে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এরপর দেশ বরেণ্য চিত্র শিল্পী আব্দুল মান্নান, সমীরন চৌধুরী, কীরিটি রঞ্জন বিশ্বাস, দুলাল চন্দ্র গাইন, শাহজাহান আহমেদ বিকাশ, মোঃ আলপ্তগীন, মোঃ জাকির হোসেন পুলক, আব্দুস সাত্তার তৌফিক, সৈয়দ সাইফ আলী, জয়ন্ত সরকার জন, মোঃ আজমল হোসেন, সুরভী আক্তার ও নূর মুনজেরীন রিমঝিম আর্টক্যাম্পে ছবি আকা শুরু করেন। ৩ ঘন্টা আর্টক্যাম্পে ছবি আঁকার কাজ করেন শিল্পীরা। তারা মনের মাধুরি মিশিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য, বঙ্গবন্ধুর মাতা-পিতা এবং জাতীয় ৪ নেতার ছবি আঁকেন। ছবিতে শিল্পীরা প্রত্যেকের গুরুত্ব, অবদনা সহ বিভিন্ন দিক রংতুলির ক্যানভাসে তুলে আনেন।

শিল্পী মোঃ জাকির হোসেন পুলক বলেন, আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছবি এঁকেছি। ছবিতে মহিয়সী এই নারীকে বঙ্গবন্ধুর নির্ভরতার প্রতিক হিসেবে উপস্থাপন করেছি। এজন্য প্রয়োজনীয় রাংএর সমন্বয় করা হয়েছে। ছবিতে বঙ্গমাতাকে একজন পরিপূর্ণ সাহসিকতার প্রতিক হিসেবেও উপস্থাপন করা হয়েছে।

এরআগে একই স্থানে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৪ গ্রুপে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার শতাধিক শিশু শিক্ষার্থী এত অংশ নেয়। পরে শিশু চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের মসজিদ চত্বরে ৪ শ’ শিশুর উপস্থিতিতে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকী ।

এরআগে গোপালগঞ্জে ও টুঙ্গিপাড়া উপজেলার শিশুদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এরপর ৬ শ’ শিশু বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে প্রত্যেকে পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায়।

শিশু ইমরোজ আহমেদ বলে, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বড় হতে চাই। এখানে এসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছি। ছবি এঁকেছি। সেমিনারে অংশ নিয়েছি। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সেমিনারে বঙ্গবন্ধুর জীবন, কর্ম চমৎকারভাবে তুলে ধরেছেন। এখান থেকে বঙ্গবন্ধুকে নতুনভাবে জানতে পেরেছি। এ ধরনের আয়োজন মাঝে মাঝে করা হলে আমরা বঙ্গবন্ধুকে অনুধাবন করতে সক্ষম হব। বঙ্গবন্ধুর আদর্শে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করতে পারব।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, আর্টক্যাম্প, চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতি শিশুদের নিয়ে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে শিশু সেমিনার করেছি। আমরা শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মনবিক বাংলাদেশ গড়তে সংগ্রাম করছি। শিল্পের শক্তি দিয়ে আমরা ষড়যন্ত্রকারীদের ভেঙ্গে চুরমার করে দেব। আর আমাদের সংগ্রামের সারথি হচ্ছে নতুন প্রজন্ম। তাদের হাত ধরে ২০৪১ সালে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হব।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় শোক দিবস উপলক্ষে আর্টক্যাম্প, চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।

(টিকেবি/এএস/আগস্ট ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test