E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরস্বতী পূজা: অসাম্প্রদায়িক বাংলাদেশ

২০২৩ জানুয়ারি ২৬ ১৪:১১:৪৮
সরস্বতী পূজা: অসাম্প্রদায়িক বাংলাদেশ

দেবেশ চন্দ্র সান্যাল, উল্লাপাড়া : আজ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার। আজ সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী সরস্বতী পূজা (বাণী অর্চনা)। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ সহ দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাব গাম্ভির্যে শ্রী শ্রী সরস্বতী পূজা (বাণী অর্চনা) অনুষ্ঠিত হবে।  যে শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু ছাত্র/ছাত্রী আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানেই শ্রী শ্রী সরস্বতী পূজা (বাণী অর্চনা) হবে। আমাদের বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ।

অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মুসলমান হওয়া সত্বেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সকলের সহযোগিতা ও অনুমোতিতে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের প্রধান গণ বিভিন্ন ভাবে এই পূজায় সহযোগিতা করে থাকেন। সারা দেশের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, জ্ঞানাকাক্ষী ও ভক্তবৃন্দ উপবাস থেকে দেবীর চরণ যুগলে “ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তা হারে। বীনা রঞ্জিত পুস্তক হস্তে,ভগবতী ভারতী দেবী নমো হস্তুতে। ওঁ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নম:। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্তানেভ্য এবচ স্বাহা।। এষ সচন্দন পুস্প বিল্ব পত্রাঞ্জলি ওঁ সরস্বত্যৈ নম:” মন্ত্রে পুস্পঞ্জলি প্রদান করিবে। ওঁ ঐং সরস্বত্যৈ নম: মন্ত্র জপ করবে এবং “ওঁ সরস্বতী মহাভাবে বিদ্যেকমল লোচনে। বিশ্বরুপে বিশালাক্ষি বিদ্যাং দেহী সরস্বতী” মন্ত্রে প্রনাম করবে। এদেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের মনের কথা হলো সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো, তোমার ভালো বেসে।

(ডিএস/এসপি/জানুয়ারি ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test