E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সবুজ গাড়ি!

২০১৪ মার্চ ১৩ ১১:৪২:৩৯
সবুজ গাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : কলকাতায় এল সবুজ গাড়ি!  পেট্রোল, ডিজেলের দাম যেভাবে চড়চড় করে বাড়ছে, তাতে আগামী কয়েক বছরে মহানগরে  এই গাড়ির চাহিদাই তুঙ্গে উঠবে৷ আর মহিন্দ্রা রিভার দৌলতে সেদিন আর বেশি দূরে নয়৷ ২০১০ সালেই রিভা ইলেকট্রিক কার কোম্পানির অধিকাংশ শেয়ারই কিনে নিয়েছিল মাহিন্দ্রা৷ রিভার সঙ্গে গাঁটছড়া বেঁধেই নতুন আঙ্গিকে এই গাড়িকে বাজারে এনেছে একটি সংস্থা৷

গাড়িটি সম্পূর্ণ ব্যাটারিচালিত৷ ব্যাটারি একবার ফুল চার্জ করলেই এটি প্রায় ১০০ কিলোমিটার চলতে পারে স্বচ্ছন্দে৷ ব্যাটারিচালিত বলেই কান ফাটানো কোন শব্দ কানে আসবে না৷ আর পেট্রোল বা ডিজেল নেই বলেই এক্কেবারে পরিবেশ-বান্ধব এই চার চাকার যান৷ গোটা বিশ্বজুড়েই এখন ইলেট্রিক গাড়ি ছুটছে! ইউরোপ, এশিয়া, মধ্য ও দক্ষিণ আমেরিকার রাস্তায় ইতিমধ্যেই দাপিয়ে বেরাচ্ছে সবুজ গাড়ি৷ ভারত সেখানে পিছিয়ে থাকবে, তা কী করে হয়? আর এই গাড়িতে খরচও খুব একটা নেই৷ তাই, অগ্নিমূল্যের এই বাজারেই মাহিন্দ্রার নয়া আবিষ্কার যে পকেটকে একটু আরাম দেবে তা আর বলার অপেক্ষা রাখে না৷

(ওএস/এইচ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test