E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮ যাত্রীর স্টেশন!

২০১৪ মে ১৩ ১৮:৪৩:৪৪
৮ যাত্রীর স্টেশন!

নিউজ ডেস্ক, ঢাকা : এখন ৮ যাত্রীর রেলস্টেশন, আগে ছিল ১৪। ব্রিটেনের সবচেয়ে কম ব্যবহৃত রেলস্টেশন এটি। রেলস্টেশনটির নাম টিসাইড এয়ারপোর্ট স্টেশন। গত বছর মাত্র ৮ যাত্রী এ স্টেশনটি ব্যবহার করেছিল। তার আগের বছর সংখ্যাটা একটু বেশি ছিল। তখন ছিল ১৪ জন। সপ্তাহের রোববার মাত্র দুটি ট্রেনই চলে।

স্টেশনটি এতো ছোট যে, স্থানীয় এয়ারপোর্টের ওয়েবসাইট পর্যন্ত এটির খবর রাখে না। অথচ স্টেশনটির দূরত্ব টার্মিনাল থেকে এক কিলোমিটারও কম। টার্মিনাল কর্মকর্তাদের দাবি, রেলস্টেশনটি ডুরহাম ট্রিজ ভ্যালি এয়ারপোর্ট থেকে সাত মাইল দূরে।

উত্তরাঞ্চলীয় রেলের একজন মুখপাত্র জানান, অন্য স্টেশনগুলোতে প্রচুর যাত্রী আসে। কিন্তু এ স্টেশনটিতে এতো কম যাত্রী আসে যে, তাদের খবর রাখারই দরকার মনে করি না। স্টেশনটিকে নতুন করে চিহ্নিত করা উচিত বলে মনে করেন তিনি। বৃহত্তর টিজ ভ্যালি মেট্রোর অংশ হিসেবে নির্মাণ করা হলে এটি রেল ও বিমানযাত্রীদের আরও বেশি সেবা দিতে পারবে। সে লক্ষ্যে কাজ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

কম যাত্রীর টিসাইড এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনটি চালু হয়েছিল ১৯৭১ সালে। স্টেশনটির দুটি প্লাটফরম রয়েছে। টিসাইড এয়ারপোর্ট ২০০৪ সালে নাম পাল্টে ডুরহাম টিজ ভ্যালি হলেও রেলস্টেশনের নামটির পরিবর্তন হয়নি। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।

(ওএস/পি/মে ১৩,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test