E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সবাইতো সুখী হতে চায়, কিন্তু . . . .

২০১৫ মে ১৬ ২১:৪৯:৩১
সবাইতো সুখী হতে চায়, কিন্তু . . . .

নিউজ ডেস্ক : সুখ নামক সোনার হরিণের পেছনে সবাইকেই কম-বেশি ছুটতে দেখা যায়। আমাদের বেঁচে থাকার প্রায় সকল চাহিদা মোটামুটি পূরণের পরেই আমরা ভাবি সুখে থাকার কথা। অনেকেই মনে করে সুখ নামক জিনিসটি মনের সকল চাহিদা মেটানোর পর পাওয়া যায়। আবার অনেকের ধারণা, যা আছে তা নিয়ে মনের মতো করে থাকার নামই সুখ।

সত্যিকার অর্থেই সুখ মানসিক ব্যাপার এবং সেই সঙ্গে আপেক্ষিকও। অল্প কিছু নিয়েও কিন্তু একজন মানুষ সুখে থাকতে পারেন। কিন্তু আমরা এই বিষয়টিই বুঝতে পারি না অথবা বুঝতে চাই না। সব সময় সুখের পেছনে ছুটে চলি। সুখে থাকার আশায় জীবনে অনেক বড় বড় ভুল করে ফেলি। এতে করে সুখ আমাদের থেকে আরো দূরে সরে যায়।

অর্থ দিয়ে সব কিছু পাওয়ার নাম সুখ মনে করা

যে সকল জিনিস অর্থ দিয়ে কেনা যায় না সুখ তার মাঝে একটি। আপনি খুব ধনী ব্যক্তি হলেও আপনার মনে শান্তি থাকবে না যদি না আপনি নিজেকে সুখী মনে করেন। আপনার মানসিকতাই এখানে মুখ্য। সুতরাং সব কিছু অর্থ দিয়ে পরিমাপ করবেন কেন? এই ভুলটি কখনো করবেন না।

সুখে থাকার আশায় সব সময় কম্প্রোমাইজ করা

সব ব্যাপারে কম্প্রোমাইজ করে ভাবছেন আপনি সুখে থাকতে পারবেন? মোটেও তা নয়। আজকে আপনি একটি ব্যাপারে কম্প্রোমাইজ করলেন, কাল আরেকটি। এভাবে আপনার সহ্যক্ষমতা সীমা হারিয়ে ফেলবে। এক সময় আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন, আর তখন যে অশান্তির সৃষ্টি হবে তার চাইতে এখনই কিছুক্ষেত্রে কম্প্রোমাইজ না করে চলুন, সুখে থাকতে পারবেন।

অন্যের খুশির জন্য নিজের সুখ বিসর্জন

অন্যের খুশির দিকে নজর রাখা উচিত, কিন্তু সেটা সব সময়ের জন্য নয়। আরেকজনের ইচ্ছা পূরণ করতে গিয়ে, শান্তি বজায় রাখতে গিয়ে সবসময় নিজের ইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলার নাম সুখে থাকা নয়। অন্যের প্রতি এই কর্তব্য পালন করতে গিয়ে নিজের জীবনের উপর এতো বেশি তিক্ততা আসবে যে পরবর্তীতে আপনি নিজের সুখের জন্য কিছুই করতে পারবেন না। তাই অন্যের জন্য করুন, কিন্তু নিজের কথাও ভাবুন।

সুখের আশায় ভুল সম্পর্কে থাকা

চাইলে সব কিছু হয়, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন সম্পর্কে সুখ আসবে এসব কিছু ভেবে যদি আপনি আশা করে থাকেন তাহলে তা বাদ দিন। মানুষ সম্পর্ক গড়ে তোলে সুখের জন্যই এবং সেই সম্পর্ক থেকে সুখ না পেলে শুধু আশা করে বসে থাকার কোনো অর্থ হয় না। এতে বরং ভবিষ্যতেও দুঃখই থাকবে। সুখ থাকবে না।

অন্য আরেকজনের সুখকে নিজের সুখ ধরে নেয়া

অনেকেই পরিবার এবং ভালবাসার সম্পর্কের ক্ষেত্রে এই ভুলটি করে থাকেন। অন্যের সুখটাকে নিজের সুখ ধরে নেন। হ্যাঁ, পরিবার এবং প্রিয় মানুষটির মুখে হাসি দেখলে শান্তিতে থাকা যায় কথাটি সত্যি। কিন্তু তা সবসময়ের জন্য নয়। মাঝে মাঝে তাকেও তো আপনার সুখটা বুঝতে হবে। তখনই তো সুখে থাকা যাবে।

(ওএস/পিএস/মে ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test