E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজব তবে গুজব নয়

২০১৫ জুলাই ০৪ ১৪:২৬:০৭
আজব তবে গুজব নয়

আজব ডেস্কঃ আমাদের জানা অজানা নানা রকম আজব ঘটনা ঘটে। আবার এসব ঘটনাগুলোকে গুজব মনে করি। আজব এবং গুজব তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন 'আজব তবে গুজব নয়'।

১। Facetious and abstemious এই দুইটা শব্দ হল এমন শব্দ যা কিনা সবগুলা vowel (স্বরবর্ণ) ধারন করে এবং তা vowel এর ক্রমানুযায়ী।

২। "Adcomsubordcomphibspac" সবথেকে বড় আদ্যক্ষর । এটা নৌবাহিনীতে প্রশাসনিক নির্দেশ বোঝানর জন্য ব্যাবহার করা হয়।

৩। Stewardesses হল সবচেয়ে বড় শব্দ যা কিনা কী বোর্ড-এ বাম হাত দিয়ে লেখা যায়।

৪। "Rhythms" হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিনা কোন সাধারন স্বরবর্ণ (vowel) ছাড়াই উচ্চারিত হয়।

৫। "Almost" হল সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ যা সঠিক বর্ণ ক্রম অনুযায়ী উচ্চারিত হয়।

৬। পৃথিবীতে মোট জনসংখ্যার ১১% বাম হাত দিয়ে লিখে।

৭। মানব দেহের সম্পূর্ণ হাড়ের ২৫% হাড় তার পায়ে অবস্থিত।

৮। মানুষ তার ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে তার ৯০% ভুলে যায়।

৯। মানুষ সেই সব বিষয়ে স্বপ্ন দেখে যা সে জানে অথবা যা সে চিন্তা করে।

১০। যত মানুষ স্বপ্ন দেখে তার ১২% মানুষ এর স্বপ্ন হয় সাদা কালো । বাকি ৮৮% মানুষের স্বপ্ন রঙ্গিন ।

১১। মানুষ যখন ঘুমের মধ্যে নাক ডাকে তখন সে স্বপ্ন দেখে না।

১২। একটি সতেজ আপেল এর ৮৪% শুধু পানি।

১৩। বাদুড় হল একমাত্র স্তন্যপায়ী প্রাণী যা উড়তে পারে।

১৪। বিড়াল এর এক একটা কানে ৩২ টা করে মাসল থাকে।

১৫। শিম্পাঞ্জিরা আয়নায় নিজেদের চিনতে পারে কিন্তু বাঁদররা পারে না।

১৬। একটি গঙ্গা ফড়িং ঘন্টায় ২৫ মাইল উড়তে পারে এবং এরা বাঁচে মাত্র ২৪ ঘণ্টা।

১৭। একটা মাছ তার স্মৃতি ধরে রাখতে পারে মাত্র ৩ সেকেন্ড।

১৮। একটা জলহস্তী যদি তার মুখ খুলে তাহলে অনায়াসে একটা ৪ ফুট এর বাচ্চা তার মুখের মধ্যে থাকতে পারবে।

১৯। মানুষের মাথা দেহ থেকে আলাদা করার পর ও ১৫ থেকে ২০ সেকেন্ড সচেতন অবস্থায় থাকে

২০। হামিং বার্ড সেকেন্ড এ ৯০ বার তার পাখা নাড়াতে পারে, মিনিটে প্রায় ৫০০০ বার, এবং হামিং বার্ড এর ওজন একটা পয়সার সমান।

সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।

২১। অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে। কিন্তু মানুষের

হাতেই বেশী হাংগর মারা পড়েছে।

২২। কাচ আসলে বালু থেকে তৈরী।

২৩। আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন।

২৪। আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে।

২৫। একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।

২৬। আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটি গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর।

২৭। অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।

২৮। চোখ খুলে হাঁচি দেয়া সম্ভব না।

২৯। বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম।

৩০। পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়।

৩১। আমেরিকার ইলিনয় রাজ্যে একটা অদ্ভুত আইন আছে যে, কোন মৌমাছি এই শহরের উপর দিয়ে উড়ে যেতে পারবে না।

৩২। একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।

৩৩। মানুষ তার জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটায়।

(ওএস/এলপিবি/জুলাই ৪, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test