E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হ্যান্ডশেক ধূমপানের মতো বিপজ্জনক

২০১৪ মে ২৭ ১৪:৪৩:৩২
হ্যান্ডশেক ধূমপানের মতো বিপজ্জনক

নিউজ ডেস্ক : আপনি কি ধূমপান করেন? ধূমপান কিন্তু অকালে মানুষের মৃত্যু ঘটায়! এ রকম এক জরিপে দেখা যায় আমরা একে অপরের সাথে যে হ্যান্ডশেক করি তা কিন্তু ধূমপানের মতো বিপজ্জনক।

নতুন পরিচয়ে অভিবাদন জানানো থেকে শুরু করে আন্তরিকতা প্রকাশের বহুল ব্যবহৃত একটি পদ্ধতি হচ্ছে করমর্দন। বিশ্বজুড়ে অভ্যর্থনার সবচেয়ে গ্রহণযোগ্য একটি সামাজিক সাংস্কৃতিক রীতি এটি। তবে অসুখ ছড়ানোর সহজতম উপায়ও বটে।

বিশেষজ্ঞদের মতে, উন্মুক্ত জনপরিসরে ধূমপানের মতোই বিপজ্জনক এ শুভেচ্ছা জ্ঞাপক করমর্দন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসের বিশেষজ্ঞ দলের অভিমত, করমর্দনের ফলে খুব সহজেই রোগের জীবাণু একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে।

তাই চিকিৎসক ও স্বাস্থ্যসেবীদের রোগীর সঙ্গে করমর্দন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা। তবে বহুল প্রচলিত এই অভিবাদন পদ্ধতির পরিবর্তে কোন উপায়টি বেছে নেওয়া যেতে পারে, সেটিও চিন্তায় ফেলে দিয়েছে তাদের।

এমনকি চিকিৎসক-স্বাস্থ্যসেবীদের সঙ্গে রোগীর করমর্দন ঠেকাতে তারা নীতিমালা প্রণয়নের পক্ষপাতী।

(ওএস/এটিআর/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test