E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃষ্টিতে বোর হচ্ছেন !

২০১৪ জুন ০৩ ১৫:৫৩:৫৮
বৃষ্টিতে বোর হচ্ছেন !

নিউজ ডেস্ক : বৃষ্টি এমন একটি জিনিস যা সবাইকে কম বেশি উদাস করে থাকে। বাহিরে বৃষ্টি হচ্ছে আর আপনি ঘরে বসে বোর হচ্ছেন? কিছুই করার খুজেঁ পাচ্ছেন না? মনটা কি কিছুটা ভারি হয়ে উঠছে আপনার? তাহলে আজকের এই ফিচার আপনার জন্যই। ঘরে বসেই উপভোগ করতে পারেন বৃষ্টির সময়টুকু

রান্না করতে
রান্না করার জন্য অনেক কিছুই আছে তবে বাঙ্গালির সাধারণত বৃষ্টির সময় খিভহু রান্না করে খেতে ভীষন পছন্দ করে থাকে। বৃষ্টি হলে বারান্দায় চা নিয়ে বসে বৃষ্টি দেখতেও কিন্তু মন্দ লাগে না।

হস্তশিল্পের কাজ করতে
বৃষ্টির সময় এ কাজটি বেশ উপভোগ্য। মূলত মেয়েদের কাজ মনে হলেও ছেলেরাও কিন্তু করতে পারে এ কাজটি। ফিংগার পাপেটস,ব্লাংকেট, সক পাপেটস কিংবা অন্য যেকোন কিছু যেটি আপনার পছন্দ করা যেতে পারে।

গল্পের বই পড়তে
বৃষ্টি হবে আর গল্পের বই পড়া হবে না তা কি হয়? বৃষ্টির সময় এ কাজটি সবাই বেশ উপভোগ করে। ঘর থেকে না বেড়িয়ে বৃষ্টি উপভোগ করার জন্য এটা বেশ ভালো একটি পন্থা ।

নিজেই গল্প লেখা
যাদের একটু টুক টাক লেখার অভ্যেস রয়েছে তারা কিন্তু বৃষ্টির সময় বেশ উপভোগ করে থাকেন এটি। বৃষ্টির সময় মাথা থেকে আইডিয়াও বের হয় সুন্দর সুন্দর।

হাঁটতে বেড়িয়ে পড়া
যদি উপরের একটিও আপনার ভালো না লাগে, ঘরে বসে থাকতে বিরক্ত লাগে বেড়িয়ে পড়ুন রাস্তায়। স্পর্শ‌ করে বৃষ্টিকে উপভোগ করুন। এ সময় গাড়ি এবং মানুষজন কম থাকে রাস্তায়। তাই হাটার জন্য উপযুক্ত এবং উপভোগ্য।

ছবি আকঁতে
বাসায় খুঁজে দেখুন কোথায় ছবি আকার কলম, পেন্সিল রয়েছে। এ সময় ছবি আকা আপনার মনে নির্ম‌ল আনন্দের সৃষ্টি করবে।

মুভি দেখা
সিনেমা প্রিয় মানুষদের জন্য এটি উপযুক্ত সময়। বৃষ্টির সময় মুভি দেখাটাও বেশ উপভোগ্য। বাহিরে বৃষ্টি আর পিসিতে চলছে আপনার পছন্দের কোন মুভি। ভালো লাগতে বাধ্য আপনার মন।

গান শোনা
পছন্দের গান হেডফোনে লাগিয়ে বৃষ্টি দেখতে পছন্দ করে থাকে অনেকেই। বৃষ্টি আর গান যেন একে অপরের পরিপূরক।

মাঠে খেলা করতে
বৃষ্টির সময় মাঠের খেলা যেমন ফুটবল,কাবাডি, হা ডু ডু, এই ধরনের খেলাগুলো বেশ উপভোগ করে থাকে ছেলেরা।

বন্ধুদের সাথে গল্প করতে
সম্ভবত বাঙ্গালিরা এই কাজটি করতেই বেশি পছন্দ করে থাকে। আড্ডাবাজি মোটামোটি সকলেরই পছন্দ। তাই বৃষ্টির সময় কোন বন্ধুর বাসায় কয়েকজন মিলে আড্ডা বেশ জমে ওঠে।

(ওএস/এএস/জুন ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test