E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যে পথে উন্নতি...

২০১৬ এপ্রিল ১৯ ১৬:২৬:১৮
যে পথে উন্নতি...

জোহরা শিউলী : নিত্যনতুন প্রতিটি দিন। নতুন দিনের বরণে পুরনোকে বদলে ফেলতে চান অনেকেই। পরিবর্তন, সময়ের প্রয়োজনে। সেটা হতে পারে আপনার ক্যারিয়ার কিংবা একান্ত ব্যক্তিগত অভ্যাসে। একটু পরিবর্তনে সেটা হয়ে উঠবে ব্যতিক্রম। এ জন্য বদলটা দরকার নিজের মধ্যে। প্রতিনিয়ত ইতিবাচক বদল হয়তো দেখবেন একসময় সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে দিয়েছে আপনাকে।

বদলের এ ধারায় একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য কেউ হয়তো মনোনিবেশ করছেন গানে আবার কেউবা সৃষ্টি সুখের উল্লাসে ব্যস্ত কালি ও কলম নিয়ে। ইচ্ছা করলে ছকে গুছিয়ে নিতে পারেন আপনার অভ্যাস। কর্ম। কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র কিংবা অনলাইন ব্যবসা যাই করুন না কেন এর দরকার সঠিক মার্কেটিং পলিসি। কর্মক্ষেত্রে পরিবর্তন আনতে, উন্নতি করতে চাইলে মেনে চলতে পারেন কিছু টিপস। আসুন তাহলে চোখ বুলিয়ে নিই উন্নতির সোপানে আরোহণের সেই ছোটখাটো পরামর্শে।

বন্ধু হয়ে আছি পাশে
বিশ্বস্ত বন্ধু পাল্টে দেয় জীবন। হয়তো কখনও চলার গতিপথ। তাই একজন ভালো বন্ধুই পারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। পাশে থাকতে। প্রতিটি ক্ষেত্রের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখুন আপনার সেই প্রিয় মুখটি কে? ব্যবসায় উন্নতি করতে চাইলে প্রথমেই সাহায্য নিন সেই বন্ধুদের। হাতে হাত বাড়ূক। বন্ধুরা তাদের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করলে পড়াশোনা-কর্মক্ষেত্র-ব্যবসায় যেখানে আপনি উন্নতি করতে চাইছেন, সাহায্যের বাড়ানো হাতটা তাদের কাছ থেকেই আসবে। হতে পারে সেটা অর্থনৈতিক অথবা মানসিক। বাড়তে পারে নতুন বন্ধু। তবে তারা যেন হয় বিশ্বস্ত। ভার্চুয়াল বন্ধুও যদি বদলে দেয় জীবন ইতিবাচক, তবে পথচলা হোক তাদের হাত ধরেও।

সময়ে সময়ের দাম
আমরা অলস সময় কাটাই অনেক সময়। সে সঙ্গে পটু কাজ ফেলে রাখতে। মনে থাকে না কখন কী কাজ ছিল হাতে। তাই যদি নোট রাখা যায়, তবে ঝামেলা কমে যায় অনেকখানি। কাগজ-কলমে নোট রাখার প্রচলন তো উঠেই গেছে। দরকারি কাজগুলো একে একে শেষ করার জন্য কীভাবে তাহলে নোটিশবদ্ধ করা যায়? মাথায় হাত? একটু বুদ্ধি খরচে দেখবেন আপনার সারা দিনের কোথায় কী কিংবা কোনো জরুরি কাজের কথাটি মনে করিয়ে দেবে আপনার মুঠো ফোন বন্ধুটি। এ জন্য সেট করে নিতে হবে কাজের তালিকা এবং সময়টি। ক্রিং ক্রিং ক্রিং দেয়ালঘড়ি নয়, হাতের মুঠোয় মুঠোফোন স্মরণ করিয়ে দেবে সময়ের কাজটি সময়ে করার।

প্রিয়জনের প্রয়োজনে
কর্মক্ষেত্রে আপনি যদি একজন অনলাইন ব্যবসায়ী হন তাহলে ই-ব্যবসার যে পণ্যটির মার্কেটিং করতে চাচ্ছেন আপনি, আগে খুঁজে বের করুন এই পণ্যের ভোক্তা কারা হতে পারে? সে অনুযায়ী সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের প্রয়োজন অনুযায়ী একটা গবেষণা করতে পারেন। সেটা যে একেবারে কাগজ-কলমে হতে হবে তেমন তো কথা নেই। ব্যস্ততার ফাঁকে একটু সময় নিয়ে মাথা খাটালেই দেখবেন আপনি বের করে ফেলছেন কার কেমন এবং কী জিনিস প্রয়োজন। সে অনুযায়ী হাজির হয়ে যান আপনার ব্যবসায়িক পণ্যটি নিয়ে কিংবা মার্কেটিংয়ের পদ্ধতিমতো আগে হোক প্রস্তাব।

উৎসবে আনন্দে মাতি
আপনার পণ্যটি যদি হয় উৎসবভিত্তিক, তবে তো পরিকল্পনা হবে সেই মোতাবেক। এ জন্য বছরের শুরুতে একটা প্রাথমিক হিসাব তো আপনি করতেই পারেন, কখন ঈদ-পূজা-নববর্ষ। ক্যালেন্ডার মোতাবেক গুছিয়ে ফেলতে পারেন আপনার ই-কমার্সের পণ্য। আর মনে রাখবেন যখন যে উৎসব তার ১৫-২০ দিন আগ থেকেই অনলাইনে চালাতে হবে পণ্যটির প্রচার। উৎসব-পার্বণের পণ্যের বাজার দর সব সময় ইতিবাচক। তাই চাই এর সঠিক মার্কেটিং পন্থা।

কৌশলে মেলায় বস্তু
আপনি যদি সমাজসেবামূলক কাজে জড়াতে চান নিজেকে, তবে এখানেও বন্ধুর হাতটি বাড়াতে পারে আপনার খুব নিকটজনরা। বন্ধু-ভাইবোন। আর ই-মার্কেটিং যখন চাইবেন তখন আপনাকে পথ চলতে হবে কিছুটা কৌশলে। বন্ধু-বান্ধব ছাড়াও এই সময়ে সাহায্য নিতে পারেন ব্লগার কিংবা জনসংযোগে যারা নিবেদিত আছেন। নিজের সামাজিক কর্মকাণ্ডে তাদের সহযোগিতা আপনার ক্যারিয়ারে সুবার্তা বয়ে আনবে।

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test