E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের সালামি হিসেবে শিশুদের মাঝে বই বিতরণ

২০১৬ জুলাই ২০ ১৫:৪৯:৩২
ঈদের সালামি হিসেবে শিশুদের মাঝে বই বিতরণ

নিউজ ডেস্ক : ঈদের সালামি হিসেবে বড়রা শিশুদের দেয় নতুন জামা-কাপড়, জুতা, খেলনা বা নতুন টাকা। কিন্তু চাঁদপুরের গাজী আবদুর রহমান পাঠাগারের উদ্যোগে ঈদের সালামি হিসেবে শিশুদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। আর ব্যতিক্রমী এ সালামি পেয়ে শিশুরাও বেশ খুশি।

৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের গাজী বাড়িতে এ বই বিতরণ করা হয়। এ পাঠাগারের উদ্যোগে এর আগেও একই স্থানে ও উপজেলার ইসলামপুর গাছতলা গ্রামে শিশুদের মাঝে ঈদের সালামি হিসেবে বই বিতরণ করা হয়েছে। এবার পাঠাগারটি নবমবারের মতো এ বই বিতরণ করলো।

প্রায় অর্ধশত শিশুদের মাঝে পাঠাগারের উপদেষ্টা মরিয়ম বেগম ও কানিজ ফাতেমা ঝর্ণা এ বই বিতরণ করেন। বিতরণ করা বইয়ের মধ্যে ছিলো-ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, ফুল, পাখি ও সাধারণ জ্ঞানের বই।

ঈদের সালামি হিসেবে নতুন বই পেয়ে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সিয়াম দেওয়ান, নানুপুর স্কুলের সাগর, মাহিন, শাহিন, চাঁদপুর আল-আমিন একাডেমির রেদওয়ান জানালো, খুব খুশি হয়েছে তারা এ বই পেয়ে। এছাড়া ছড়া বা গল্পের বই পড়তে তাদের ভালো লাগে।

পাঠাগারের উপদেষ্টা মরিয়ম বেগম ও কানিজ ফাতেমা ঝর্ণা বলেন, শিশুদের মাঝে বই পড়ার আগ্রহ তৈরি করতেই ঈদের সালামি হিসেবে এ বই বিতরণ করা হয়েছে। এছাড়া পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুরা যদি সৃজনশীল বই পড়ে তাহলে তাদের মেধা আরও বিকশিত হবে। এছাড়া আমরা আশা করি অভিভাবকরাও উৎসব-পার্বণে শিশুদের বই উপহার দিবেন।

দেশীয় পণ্যের উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান মরিয়ম ক্র্যাফট প্রতি বছরের মতো এবারও বই বিতরণ কার্যক্রমের সহযোগী ছিলো।

২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এ পাঠাগার। প্রতিষ্ঠাকাল থেকেই পাঠাগারের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান, গাছেরচারা বিতরণ ও রোপণ, সাধারণজ্ঞান ও বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন, ইলিশ আড্ডাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন এবং ‘ঈদ উৎসব’ নামের ঈদের শুভেচ্ছাপত্র প্রকাশিত হয়ে আসছে।

লেখা ও ছবি : গাজী মুনছুর আজিজ

(ওএস/এএস/জুলাই ২০, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test