E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বরফরাজ্য এভারেস্টে শর্টস পরে ওঠার চেষ্টা!

২০১৪ জুন ১২ ১২:০৭:২২
বরফরাজ্য এভারেস্টে শর্টস পরে ওঠার চেষ্টা!

ডেস্ক রিপোর্ট : হিমালয়ের তুষার গহ্বরে চিরতরে হারিয়ে গিয়েছেন এভারেস্টজয়ী ছন্দা গায়েন। আর বরফরাজ্য সেই এভারেস্ট শিখরেই শুধুমাত্র শর্টস পরে ওঠার চেষ্টা করেছেন নেদারল্যান্ডসের উইম হফ, বিশ্ব যাঁকে চেনে 'আইসম্যান' নামে।

না, ৫৫-র উইম হফ উন্মাদ নন। প্রবল ঠান্ডায় তুষারাবৃত অঞ্চলে আদুর গায়ে স্রেফ শর্টস পরে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে ইতিমধ্যেই গিনেস বুকের ২১টি বিশ্বরেকর্ড ভেঙে ফেলেছেন পাঁচ সন্তানের জনক। শুধুমাত্র শর্টস সম্বল করেই হিমশীতল আর্কটিক সার্কেলে পুরোদস্তুর ম্যারাথন দৌড় শেষ করেছেন হল্যান্ডের সিটার্ড অঞ্চলের এই বাসিন্দা। ১ ঘণ্টা ৫২ মিনিট ৪২ সেকেন্ড ধরে বরফ-ঠান্ডা জলে স্নান করেও নজির গড়েছেন তিনি।

কিন্তু অসহনীয় ঠান্ডায় কোন জাদুমন্ত্রের বলে শরীরকে কাবু হওয়ার থেকে রক্ষা করেন হফ?

তুষারমানব জানিয়েছেন, ইচ্ছে মতো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেই তীব্র শীত উপেক্ষা করতে পারেন তিনি। আর এই ক্ষমতার পিছনে রয়েছে হফের নিরন্তর যোগসাধনা। প্রতিদিন নিয়ম করে বিভিন্ন শারীরিক কসরত্‍ এবং ধ্যান অভ্যাস করেন তিনি। তাঁর কথায়, 'আমি কোনও ব্যায়ামাগারে অনুশীলন করার ধার ধারি না। যেখানেই থাকি, যে কোনও পরিস্থিতে দৈনিক ব্যায়াম ও ধ্যান অভ্যাস করি। আমি স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছি। এর প্রতিটি মুহূর্ত উপভোগ করি।'।

চিকিত্‍সকরা পরীক্ষা করে দেখেছেন, অসহ্য ঠান্ডায় শরীরের বিভিন্ন অংশ উষ্ণ রাখার বার্তা পাঠায় হফের মস্তিষ্ক। আর তাতেই শরীরের ওম ধরে রাখতে পারেন তিনি। সাধারণত, পারিপার্শিক তাপমাত্রা অস্বাভাবিক হারে নেমে গেলে মানবদেহের উত্তাপও কমতে থাকে। কিন্তু হফের ক্ষেত্রে এ নিয়ম খাটে না।

হফ বিশ্বাস করেন, যে কোনও মানুষই চেষ্টা করলে মানসিক একাগ্রতার সাহায্যে এই অভ্যাস রপ্ত করতে সক্ষম। অতীতে বরফের নীচে ডুবসাঁতার দিয়ে ৬০ মিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন তুষারমানব। তবে তিনি স্বীকার করেছেন, জল থেকে ওঠার জন্য বরফের স্তরের ফুটো ঢেকে যাওয়ায় খানিকটা চিন্তায় পড়ে গিয়েছিলেন। সেই সঙ্গে জানিয়েছেন, 'এর জন্য বিশেষ তালিম নিতে হয়েছিল।' বলা বাহুল্য, সেবারও তাঁর পরনে ছিল শুধু শর্টস। আর চোখ ঢাকা ছিল গগল্স-এ।

২০০৭ সালে ২৪,০০০ ফিট উচ্চতার মাউন্ট এভারেস্টে ওঠার পরিকল্পনা করেন উইম হফ। খালি গায়ে, নগ্ন পায়ে শিখরে প্রায় উঠেই গিয়েছিলেন, কিন্তু মাত্র ৫ হাজার ফিট উচ্চতা বাকি থাকতে পায়ে গুরুতর আঘাত লাগায় সে যাত্রা তিনি ব্যর্থ হন।

এ ছাড়া নামিবিয়ার মরুভূমিতে এক ফোঁটা জল পান না করে ম্যারাথন দৌড় শেষ এবং ২০০০ মিটার উচ্চতা থেকে শুধুমাত্র এক আঙুলে ঝুলে থেকেও বিশ্বরেকর্ড তৈরি করেছেন আইসম্যান হফ।

(ওএস/এইচ/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test