E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে সাইকেল অভিযান

২০১৭ জানুয়ারি ০৭ ১৭:৪৭:৪১
কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে সাইকেল অভিযান

নিউজ ডেস্ক : কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাইকেল অভিযান করেছেন সাইক্লিস্ট মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ রুবেল ও ভ্রমণ লেখক গাজী মুনছুর আজিজ। তারা মেরিন ড্রাইভ রোড ধরে সাইকেল চালান। ‘দেখুন বাংলাদেশ, জানুন বাংলাদেশ’ স্লোগান নিয়ে ২৮ ডিসেম্বর বেলা ১২টার দিকে কক্সবাজার শহর থেকে তারা যাত্রা শুরু করেন।

পর্যটন বর্ষ উপলক্ষে এ অভিযানের আয়োজন করে ট্যুরিজম অপারেটর সংস্থা পথিক লিমিটেড। দলের নেতৃত্বে ছিলেন মুহাম্মদ আবুল হোসেন। সাইকেল চালানোর জন্য মেরিন ড্রাইভ রোডটিকে দেশ-বিদেশের মানুষের কাছে পরিচিত করে তোলা এবং বিদেশি পর্যটককে কক্সবাজারের প্রতি আকর্ষণ করাই ছিলো এ অভিযানের অন্যতম লক্ষ। প্রথম পর্বে তারা কক্সবাজার থেকে ইনানী এবং দ্বিতীয় পর্বে তারা ইনানী থেকে টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮৭ কিলোমিটার সাইকেল চালান।

অভিযানের সদস্যরা জানান, মেরিন ড্রাইভ রোডটি সাইকেল চালানোর জন্য বেশ উপযোগী। সঠিক ব্যবস্থাপনা থাকলে এ রোডে আন্তর্জাতিক মানের সাইকেল চালানোর প্রতিযোগিতা করা সম্ভব। আর এ সাইকেল চালানোর রোডটিকে পরিচিত করে তুলতে পারলে অনেক বিদেশি পর্যকটও আসবেন।

(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test