E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২ কোটি ডলারে হিটলারের টেলিফোন বিক্রি

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৪:১৬:২২
২ কোটি ডলারে হিটলারের টেলিফোন বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির নেতা এডলফ হিটলারের লাল টেলিফোন নিলামে প্রায় ২ কোটি ডলারে বিক্রি হয়েছে।

তবে টেলিফোন ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান আলেকজান্ডার হিস্ট্রিক্যাল অকশানস এটি নিলামে তোলে। তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের চেসাপিক সিটিতে টেলিফোনটি নিলামে ১ লাখ ডলার থেকে দাম হাঁকানো শুরু হয়। তবে শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ১ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৭৬০ ডলারে।

টেলিফোনটির নিচে হিটলারের নাম খোদাই করা রয়েছে। ১৯৪৫ সালে বার্লিনে তার বাংকার থেকে এটি উদ্ধার করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আত্মসমর্পণের পরপরই অধিগ্রহণকারী রুশ সেনারা টেলিফোনটি ব্রিটিশ সেনা কর্মকর্তা স্যার রাফল রায়নারকে দেন।

নিলামকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা টেলিফোনটিকে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞের অস্ত্র’ হিসেবে অভিহিত করেছেন। তাদের ভাষ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই টেলিফোনে হিটলারের দেওয়া নির্দেশে বহু মানুষের প্রাণ নেওয়া হয়েছে।

এই নিলামে আরো বিক্রি হয় হিটলারের শৌখিন সামগ্রী চীনামাটির তৈরি একটি কুকুরের প্রতিমূর্তি। জার্মান শেপার্ড জাতের কুকুরের প্রতিমূর্তি এটি। ১৯ লাখ ২৭ হাজার ৪৭৬ ডলারে বিক্রি হয়েছে প্রতিমূর্তিটি।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test