E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাল পাখায় সুখ-দুঃখ!

২০১৭ এপ্রিল ৩০ ১৩:৩২:২১
তাল পাখায় সুখ-দুঃখ!

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি : গ্রীষ্মের দুপুরে সমস্ত শরীরে ঘাম। মাথায় দুশ্চিন্তার নাম। সন্ধ্যায় পরিবারের মুখে আহার তুলে দেওয়ার ভাবনা। দুপুরে জেলা সদরের খানখানাপুর বাজারে দুহাত দিয়ে সন্তানের মত আগলে রেখে বিক্রি করছে তালের পাখা। সেখান থেকে কথা হয় সাহিদুলের সাথে সহিদুল জানায় নিয়তির কাছে হার না মেনে সংসারের হাল ধরেছেন রাজবাড়ী জেলার পাঁচুরিয়া ইউনিয়নের মৃত ছোবান শেখের ছেলে সাহিদুল (১৬)।  

সে জানায় রাজবাড়ী জেলার বিভিন্ন অঞ্চলে হাটে-বাজারে ‘‘গরম কালের,ফরম পাখা” বলে চিৎকার করে পাখা বিক্রি করি। রাজবাড়ী জেলার খানখানাপুর বাজারে দুপুরে পাখা বিক্রি কালে কথা হয় সহিদুলের সাথে।
বাবা মারা যাওয়ার পর সংসারে পাঁচ ভাই দুই বোন নিয়ে আমাদের সংসার অভাব অনটনে কোনো রকম চলছে। সংসারের এতগুলো মানুষের কথা চিন্তা করে পাখা নিয়ে পাখা বিক্রি করার চিন্তা করে। সাহিদুল আরো জানায় সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

সাহিদুলের সংসারে পাঁচ ভাই দুই বোনের মধ্যে তিন ভাই, এক বোন মা নিয়ে তার সংসার। প্রতিদিন ৮০/৯০ টি পাখা রাজবাড়ী জেলা শহরের বিভিন্ন এলাকায় একটি দশ টাকা দামে বিক্রি করে। এখান থেকে যে পরিমান টাকা আয় হয় তাই দিয়ে তিন ভাই এক বোন মা সহ আমাদের সাংসারিক জীবন কাটাতে হয়।

সহিদুল জানায় ৫ জনের সংসারে জীবন যেখানে দ্রুত গতিতে চলছে সেখানে তাল পাখাই আমার সুখ-দুঃখ। কারণ এই পাখা বিক্রি করেই যোগাতে হয় পরিবারের সবার আহার আর ঈদের দিনে একটু হাসি।

(ডিবি/এসপি/এপ্রিল ৩০, ২০১৭)


পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test