E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যারা বেশি হাই তুলে, তারা বেশি বুদ্ধিমান

২০১৭ মে ০২ ১০:২৭:৪৫
যারা বেশি হাই তুলে, তারা বেশি বুদ্ধিমান

নিউজ ডেস্ক : সাধারণত জনবহুল কোনো স্থান বা বাইরে বের হলে হাই উঠলেই আমরা হাত দিয়ে মুখ ঢাকি বা কোনোভাবে আড়াল করার চেষ্টা করি। ঘন ঘন হাই ওঠা বা লম্বা হাই উঠলেও এটিকে সাধারণের দৃষ্টিতে দৃষ্টিকটু ও লজ্জাজনক হিসেবেই মনে করি আমরা।

কিন্তু ঘন ঘন হাই বা লম্বা হাই তোলা এখন আর বিব্রতকর বা লজ্জাজনক নয়, এমনটাই জানিয়েছে এক গবেষণা। বরং যারা বেশি বা লম্বা হাই তোলেন তারাই বেশি বুদ্ধিমান। কারণ মানুষের হাই ওঠা থেকে ধারণা পাওয়া সম্ভব তিনি কতটা বুদ্ধিমান।

সম্প্রতি বিশিষ্ট মার্কিন সাইকোলজিস্ট অ্যান্ড্রু গ্যালাপের নেতৃত্বে একটি বিশেষজ্ঞদলের গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। জার্নাল বায়োলজি লেটারে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, হাই তোলার বিষয়টি পুরোপুরি নির্ভর করে মস্তিষ্কের আকারের ওপর। হাই তোলার সময়কে প্রভাবিত করে নিউরন। পাশাপাশি মস্তিষ্ককে ঠাণ্ডা রাখতেও কাজ করে হাই ওঠা।

এছাড়া স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষই সবচেয়ে লম্বা হাই তুলতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এরপরই রয়েছে শিম্পাঞ্জি।

(ওএস/এএস/মে ০২, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test