E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওয়ার্কশপ অন ডকুমেন্টারি ফিল্ম প্রোডাকশন্

২০১৭ মে ১৬ ১৪:২৯:৫৫
ওয়ার্কশপ অন ডকুমেন্টারি ফিল্ম প্রোডাকশন্

নিউজ ডেস্ক : ২০১৭ সালের ধারাবাহিক চলচ্চিত্র শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া এবার আয়োজন করতে যাচ্ছে হাতে-কলমে দশ দিনের বিশেষ চলচ্চিত্র কর্মশালা ‘ওয়ার্কশপ অন ডকুমেন্টারি ফিল্ম প্রোডাকশন্’। এখানে অংশগ্রহনকারীরা তত্ত্বীয় ক্লাশের পাশাপাশি হাতে-কলমে চারটি ভিন্নধর্মী তথ্যচিত্র নির্মানের সুযোগ পাবে।

ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া -এর কার্যালয়ে (ঠিকানা - ১২৬ - ১৩১ মনিপুরিপারা, ফার্মগেইট, ঢাকা) আগামী ২৬ মে থেকে ৪ জুন প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই ওয়ার্কশপ পরিচালনা করবেন ভারতের ফিল্ম থিওরি অ্যান্ড আইডিওলজি অব ইমেজের ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক অমিত পাত্র (ফর্মার ভিজিটিং ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অব ফিল্ম স্টাডিজ, যাদবপুর ইউনিভার্সিটি ও ভিজিটিং ফ্যাকাল্টি, চিত্রবাণী, সেন্ট জেভিয়ারস্ কমিউনিকেশন স্কুল) তাছাড়াও তিনি ভারতের বিভিন্ন প্রদেশে খন্ডকালীন শিক্ষকতার সাথে জড়িত।

ফিল্ম মেকার, ফিল্ম ক্রিটিক, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টুডেন্ট, চলচ্চিত্রবোদ্ধা কিংবা চলচ্চিত্রপ্রেমী যারা ‘আর্ট অ্যান্ড টেকনিক অব ডকুমেন্টারি’ সম্পর্কে জানতে আগ্রহী তারা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারবেন।

উক্ত আয়োজনে পৃষ্ঠপোষকতায় রয়েছে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমা। ওয়ার্কশপটির ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে আছে আমাদের সিনেমা ডট কম।
অনলাইন লিঙ্ক থেকে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করা যাবে - https://goo.gl/forms/eRWaGQz22ZOCTSGl2 অথবা ফেইসবুকের ইভেন্ট পেইজ https://www.facebook.com/events/293388004407065/
এ ভিজিট করে বিস্তারিত তথ্য জানা যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন :
ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া
১২৬ -১৩১ মনিপুরীপাড়া, তেঁজগাও, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।
০১৭৩১৬৮৩৬৭৭, ০১৬৭৪৫১৭৭৪১, ০১৬৭৫৬২১০৯৯

(এএ/এএস/মে ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test