E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাকরি পাওয়ার আগে কিছু বিষয় আপনার মেনে চলা উচিৎ

২০১৪ জুন ২৩ ১৪:১১:০৮
চাকরি পাওয়ার আগে কিছু বিষয় আপনার মেনে চলা উচিৎ

নিউজ ডেস্ক : চাকরি প্রত্যাশীরা এমনিতেই একটু বেশি হতাশ হয়ে থাকেন। এছাড়া এই সময়টি তারা পার করেন বিভিন্ন জটিলতার মাঝে। এসময় পরিবারের উপার্জিত টাকায় চলতে হয়। তাছাড়া পড়াশোনা শেষ করার পরে চাকরি পেতেও কিছুটা সময় লেগে যায়। এই সময়টুকুতে একটু হিসেব করে চলাটাই বুদ্ধিমানের কাজ। তাই চাকরি পাওয়ার আগে যে ৫ টি হিসেবী উপায় আপনার মেনে চলা উচিৎ।

বাজেট তৈরি করুন :
আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে বর্তমান সময়টিতে একটু হিসেব করেই চলা উচিৎ। এর জন্য প্রথমত একটি বাজেট তৈরি করুন। বাজেটে লিখুন কোন কোন উদ্দেশ্যে আপনি কত টাকা ব্যয় করছেন। প্রতি মাসের তৈরি বাজেট আপনাকে অনেক বেশি হিসেবী করে তুলবে।
চাকরির সন্ধান চালিয়ে যান :
চাকরির সন্ধান এক্ষেত্রে আপনি অবশ্যই চালিয়ে যাবেন। এর জন্য যত খরচই লাগুক না কেন তা সীমিত করে আনার চেষ্টা করুন। তবে এক্ষেত্রে হিসেব করে চললেও কিছুটা ছাড় দেয়া উচিৎ। কেননা স্বাভাবিকভাবেই চাকরি খুঁজতে গেলে কিছুটা খরচ করতেই হবে তা না করলে আপনার প্রথম চাকরিটি পাওয়ার সম্ভাবনা কমে যাবে।
দূরদৃষ্টি সম্পন্ন হোন :
আপনি যদি চাকরি পেতে চান তবে আপনাকে অবশ্যই দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে। কেননা আপনাকে জানতে হবে যে কোন কাজে আপনার সফলতা বেশি আসবে এবং কোন কাজে বিফলতা বেশি আসবে। এই ধরনের দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এক্ষেত্রেও আপনাকে হিসেব করেই চলতে হবে।
প্রয়োজনে বাবা মায়ের সাথে চলাফেরা করুন :
হিসেবী হতে গেলে কিভাবে খরচ কম হয় এই বিষয়টিও মাথায় রাখতে হবে। অর্থাৎ ধরুন আপনার কোনো একটি স্থানে যেতে হবে কিন্তু খেয়াল করে দেখেন আপনার বাবা বা মাও সেই একই স্থানে যাবেন। তাহলে বুদ্ধি করে তাদের সাথেই চলে যান। এতে করে আপনার অতিরিক্ত খরচটি বেঁচে যাবে।
প্রথম চাকরি পাওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন :
প্রথম চাকরি না পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি অস্থির হয়ে যান। তারা অনেক বাজে ধরনের চিন্তা করতে থাকেন। একপর্যায়ে তারা হতাশ হয়ে ওঠেন। এক্ষেত্রে চাকরিটি না পাওয়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে।
(ওএস/এএস/জুন ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test