E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ষায় নিজেকে স্মার্ট রাখুন

২০১৪ জুন ২৫ ১৫:০২:৩৪
বর্ষায় নিজেকে স্মার্ট রাখুন

নিউজ ডেস্ক : বর্ষায় পা ঢাকা পোশাক পরা মানেই কাদার ছিটেয় তা নতুন রূপ নেবে। তাই বর্ষাকালে একটু সাহসী হতে অসুবিধা নেই। বর্ষাকালে পা ঢাকা পোশাক থেকে অনেক বেশি সুবিধাজনক বারমুডা বা শর্টস।

আর যদি প্রিন্টেড হয় তাহলে তো কথাই নেই। বর্ষায় মনমরা মেজাজের মধ্যে প্রিন্ট যেমন রঙের ছোঁয়া আনবে তেমনি স্মার্টনেসও বজায় থাকবে ষোলআনা।

* স্লিভলেস ট্যাংক টপ বা লুজ টি-শার্ট বর্ষার জন্য আদর্শ। এ সময় যত হালকা পোশাক পরা যায় ততই ভালো। এতে ভিজলেও সমস্যা হবে না। লুজ পোশাক ভিজে গায়ের সঙ্গে লেগে গিয়ে ঠাণ্ডা লাগার সম্ভাবনাও কম।

* অনেকেই ছাতা নিতে পছন্দ করেন না। এমনকি ছাতা হাতে নিয়ে চলাফেরা করতেও বেশ সমস্যা হয়। তার বদলে গায়ে রেইনকোট চড়িয়ে নিলেই ঝামেলা মিটে যাবে। তবে সেই ভারী বস্তার মতো রেইনকোট নয়। এখন বাজারে হালফ্যাশনের রেইন-ট্রেঞ্চ-কোট পাওয়া যায়। শিক পোশাক ওভার কোটের মতো দেখতে হালকা রঙের ট্রান্সপারেন্ট কোট বা ছোট ছোট প্রিন্টেড ট্রেঞ্চ কোট এখন ফ্যাশন দুনিয়ার নতুন ট্রেন্ড।

* গরমকালের সুতির পোশাক তুলে রাখুন। বেছে নিন শিফন বা জর্জেটের ফ্লোই ড্রেস। বর্ষা মানে কিন্তু স্টাইল বদল নয়। বরং বদলে ফেলুন ফ্যাব্রিকস । সুতির পোশাক ভিজে গায়ে সেঁটে যায়। তার থেকে অনেক সুবিধাজনক শিফন। ভিজলেও শুকিয়ে যাবে। স্টাইল বজায় থাকবে ষোলআনাই।

* বর্ষাকালে হাঁটু থেকে লম্বা ঝুলের পোশাক মানেই পোশাকের বারটা বাজা। তবে যদি বারমুডা বা শর্টসের মতো পোশাকে অসুবিধা থাকে তবে বেছে নিন হাঁটু ঝুলের রম্পার্স। সঙ্গে রঙিন স্কার্ফ আর লম্বা দুল।

* বর্ষাকালে মেটাল বা রংবেরঙের পুঁতির নেক-পিস দেখতে ভালো লাগলেও জলে ভিজে অনেক সময় ত্বকের সমস্যা করতে পারে।

তবে গলা খালি রাখতে না চাইলে জড়িয়ে ফেলুন প্রিন্টেড স্কার্ফ। বৃষ্টি শুরু হলে ঢেকে নিতে পারবেন মাথাটিও।

* বর্ষাকাল মানেই চামড়ার জুতোর ছুটি। রঙিন ব্যালেরিনা বা ফ্লিপ ফ্লপ একাই বাকি সবকিছুকে টপকে যেতে পারে বর্ষার সময়ে।

* বর্ষা মানেই নানা রঙের খেলা। জমকালো নিয়ন ছাতা আপনার স্টাইলে নিয়ে আসবে রঙের ছোঁয়া। একেবারে সাদামাটা পোশাকেও নিয়ন ছাতা যোগ করে দেবে নতুন ধরনের স্মার্টনেস স্টেটমেন্ট।

(ওএস/অ/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test