E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পৃথিবী থেমে গেলে কী হবে?  

২০১৭ জুলাই ২৩ ১৫:৩০:৩৮
পৃথিবী থেমে গেলে কী হবে?  

ফিচার ডেস্ক : আমাদের নীল গ্রহ খুব চঞ্চল। তাই তো সেই জন্মলগ্ন থেকেই অক্লান্ত ঘুরে চলেছে সে। কিন্তু কখনও যদি পৃথিবী শান্ত হয়ে থেমে যায়, কী হবে তখন?পৃথিবীর বুকে বেঁচে থাকা আমাদের এই জীব জগতের অবস্থা যে সে সময় খুব শোচনীয় হয়ে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ঝড়ের আগ্রাসন তখন হয়তো গ্রাস করবে আমাদের। এছাড়া চলুন পড়ে ফেলি, আর কী কী দুর্যোগ হতে পারে যদি কোনও দিন পৃথিবী থেমে যায়।

মারাত্মক হারিকেন ঝড় উঠবে:

হঠাৎ করে পৃথিবী থেমে গেলেও তাকে ঘিরে থাকা বায়ুমন্ডল কিন্তু তখনও আবর্তিত হতে থাকবে। ফলে উৎপন্ন হবে এক বিশালাকায়, মারাত্মক হারিকেন, যা ধ্বংস করে দেবে সমগ্র জীব জগতকে।

শহরের পর শহর হারিয়ে যাবে সুনামির গ্রাসে:

পৃথিবী যেমন ঘুরতে থাকে, তেমনি তার শরীরে লেগে থাকা জলরাশীরাও ঘুরতে থাকে। পৃথিবী হঠাৎ তার ঘুর্ণন থামিয়ে দিলেও জলরাশি কিন্তু নিউটনের তৃতীয় নিয়ম অনুসারে ঘুরতেই থাকবে। ফলে সৃষ্টি হবে সুনামির, যা একের-পর এক গিলে ফেলবে শহরকে, বিশষত সেইসব শহরকে যেগুলি সমুদ্রের খুব কাছাকাছি রয়েছে।

সমুদ্র সরে যাবে:

উত্তর ও দক্ষিণ মেরুতে যেহেতু মাধ্য়াকর্যণ শক্তি সবথেক বেশি থাকে। তাই কখনও যদি পৃথিবী থেমে যায়, তাহলে সব সমুদ্র, অতিরিক্ত মাধ্য়াকর্যণ শক্তির কারণে উত্তর অথবা দক্ষিণ মেরুর দিকে যেতে থাকবে। ফলে সৃষ্টি হবে এক নতুন মহাদেশের। কিন্তু তখন তো পৃথিবীতে প্রাণই থাকবে না, তাহলে কে বসবাস করবে ওই বৃহত মহাদেশে!

আমরা সবাই উড়তে শুরু করবো:

পৃথিবীর পিঠে আমরা সবাই আঠার মতো লেগে রয়েছি কেন জানেন তো? কারণ মাধ্য়াকর্যণ শক্তি আমাদের আটকে রেখেছে। এই টানই যদি না থাকে তাহলে কীভাবেই বা আমরা লেগে থাকবো পৃথিবীর সঙ্গে। তাই তো কোনও দিন যদি পৃথিবী নিজের তালে ঘোরা বন্ধ করে দেয়, তাহলে আর মাধ্য়াকর্যণ শক্তিও থাকবে না। ফলে আমরা সব পৃথিবী যে দিকে ঘরে, তার বিপরীত দিকে ঘন্টায় প্রায় ১০৪০ মাইল বেগে উড়ে যাবো।

আমরা সবাই মারা যাবো:

এটা সত্য়ি যে কোনও দিন যদি পৃথিবী থেমে যায়, তাহলে আমরা সবাই মারা পরবো। কারণ এত ঝড় আর সুনেমির মাঝে বেঁচে থাকাটা কী সম্ভব? হয়তো নয়। তাই আশাকরি এমন ঘটনা যেন কোনও দিন না ঘটে।

(ওএস/এসপি/জুলাই ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test