E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৭৮৫ সিঁড়ির কোনপিরা-সান

২০১৭ আগস্ট ১৬ ১২:৫০:০৪
৭৮৫ সিঁড়ির কোনপিরা-সান

ফিচার ডেস্ক : শ্রাইন হচ্ছে মন্দির, প্যাগোডা বা ধর্মীয় স্থাপনা। জাপানে ৭৮৫ সিঁড়ি বিশিষ্ট একটি শ্রাইন রয়েছে, যার নাম কোনপিরা-সান। এদো যুগে জীবনে একবার কোনপিরা-সান নামে পরিচিত শ্রাইন পরিদর্শন করা অনেক জাপানির স্বপ্ন ছিল।

সমুদ্রকে রক্ষা করার দেবতা হিসেবে, কাগাওয়া জেলার কোতোহিরা শহরের এই শ্রাইন এখনও প্রতিবছর ৪০ লক্ষ প্রার্থনাকারীকে আকর্ষণ করে থাকে।

বিখ্যাত সেই ৭৮৫টি পাথরের সিঁড়ি বেয়ে উঠে মনের বাসনা শ্রাইনে নিবেদন করতে পারেন। উঠতে পারেন পায়ে হেঁটে বা পালকিতে করে। তখন আপনার মনে হবে, আপনি একজন রাজকুমার বা রাজকুমারী।



সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে- গোনিন বিয়াকুশো ৮শ’ বছর ধরে এখানে ক্যান্ডি বিক্রি করে আসছে। কেবল ৫টি পরিবারকে এই পবিত্র চত্বরে ব্যবসা করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

এখানে রয়েছে কুকুরের আবক্ষ মূর্তি। এই কুকুরগুলো এদো যুগে তাদের মালিকদের এই শ্রাইন পরিদর্শনের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছিল। কোনপিরা-সানের সবগুলো সিঁড়ি পেরিয়ে প্রধান শ্রাইনে পৌঁছানো যায়।

(ওএস/এসপি/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test