E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে নির্ঘুম রাত কাটাচ্ছে মৃৎশিল্পীরা

২০১৭ সেপ্টেম্বর ১৪ ১৫:৩৫:০২
ঈশ্বরগঞ্জে নির্ঘুম রাত কাটাচ্ছে মৃৎশিল্পীরা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্ঘুম রাত কাটাচ্ছে মৃৎশিল্পীরা। হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। বিভিন্ন মন্ডপে গিয়ে দেখা যায় শিল্পীরা তাদের মনের মাধুরি মিশিয়ে নির্মান করে যাচ্ছে প্রতিমা। দিন যতই ঘনিয়ে আসছে তাদের ব্যস্ততা যেন ততই বেড়ে চলছে।

আবহমানকাল থেকে বাঙালী হিন্দুরা তাদের তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা সার্বজনীন ভাবে পালন করে আসছে। মহালয়ার দিন থেকেই দেবীর আগমনী বার্তা পাওয়া গেলেও মূল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ষষ্ঠী পূজার মধ্য দিয়ে । শরৎকাল শুরু হলেও বৃষ্টির লুকোচুরি খেলায় প্রতিমা তৈরির কারিগররা তাদের তৈরিকৃত মূর্তি ভালোভাবে শুকাতে পারছে না ।

এছাড়াও একজন শিল্পী কয়েকটি মন্ডপে মূর্তি তৈরির অর্ডার নেওয়ার কারনে দিনরাত কাজ করতে হচ্ছে কারন সকল মূর্তি তৈরির কাজ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। তাই এখন সব মন্ডপেই চলছে শেষ মুহূর্তের মাটির কাজ। গত বছর উপজেলায় ৫১টি মন্ডপ স্থাপিত হলেও এবছর স্থাপিত হয়েছে ৪৯টি।

শ্রী শ্রী করণাময়ী কালীবাড়ীর মৃৎ শিল্পী রতন পাল বলেন, ২৭ বছর যাবত এ পেশায় আছি তবে নতুন করে এ পেশায় কেউ আসছেনা তাই দিন দিন এ কাজে পুরাতনদের চাহিদা বাড়লেও এ থেকে অর্জিত আয় দ্বারা সংসার চালানো দায় হয়ে পড়েছে।

পূজার ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবোধ রঞ্জন সরকার জানান, এখনও পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে । সুষ্ঠভাবে পূজা উদযাপনের বিষয়ে সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

নিরাপত্তার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, পুলিশ ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে পর্যাপ্ত পরিমানের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।

(এনআইএম/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test