E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীপক চক্রবর্তী’র ছড়া

২০১৮ জুন ২৮ ১৩:২১:৪১
দীপক চক্রবর্তী’র ছড়া







 

আষাঢ়ের দিনে

খাল-বিল চৌচির
যতো দূর
দৃষ্টি,
আষাঢ়ের এই দিনে
নেই বড়
বৃষ্টি।

সূর্যের তাপে পোড়ে
পুড়ে যায়
পাতা,
পথিকেরা হেঁটে চলে
ঢেকে নিয়ে
মাথা ।

জোরসে ফ্যান ঘোরে
তবু নেই
সুখ,
তৃষ্ণায় ফেটে যায়
পশু পাখির
বুক !

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test