E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফয়সাল হাবিব সানি'র প্রেমের ১০টি অণুকাব্য

২০১৮ জুলাই ১৪ ১৬:৪১:৩৬
ফয়সাল হাবিব সানি'র প্রেমের ১০টি অণুকাব্য







 

১. অামার না হয় এমন যাবে, যেমন করে দিন চলে যায়
যেমন করে রাত কেটে যায়, ভোর কেটে যায়, ঘোর কেটে যায়
অামার না হয় এমন যাবে, যেমন করে যাচ্ছে লোকে
অামার না হয় একটি জীবন, নষ্ট হবে তোমার শোকে
তোমায় না পাবার শোকে, ভিজবে জল অথৈ চোখে
বুকের ভেতর কাঁদবে কী যে! দেখবো কাঁদছি অামিই নিজে
অামার না হয় ব্যর্থ জীবন, তোমায় পাবার মিথ্যে ঘোরে এমনি যাবে, এমনি যাবে গল্পে
একজীবন তো কাটিয়ে দিলাম, অলীক তোমায় দেখার কল্পে!

২. অামি এভাবেই চেয়েছিলাম তাকে
অামি অভিমানে চলে যেতেই সে যেন নাম ধরে ডাকে...

৩. খুব মনে পড়ে তাকে
সে না থেকেও এতোটা কীভাবে বুকের পাঁজরে থাকে!

৪. যার অাকাশ পুড়েছে জ্যোৎস্নায়
সূর্য অার কী বা পোড়াবে তাকে!

৫. প্রেম?
হৃদয়ঘাতী এক সুপ্ত গ্রেনেডের নাম!
মানুষ যাকে খুব বেশি ভালোবাসে তাকে সে পায় না;
যে পায় সে অনন্ত অাকাশে অসম্ভব নক্ষত্রও পেয়ে যায়!

৬. অামার কিছুই থাকে না মনে
অামার দিবস যায়, নিশিথিনী পোহায় তোমার নিঃসঙ্গ অালিঙ্গনে!

৭. ও অামার পদ্মপাতা, মাধবীলতা, পুলক জাগা জুঁই
এ কেমন দহন, বিরহ লগন জন্ম থেকে মৃত্যুই!

৮. হে প্রেম!
যতো দিন যায় নিঃসঙ্গতাই শুধু বাড়ে
দিন যায় যতো শুধুই তোমায় অনুভব করি হাড়ে!

৯. যদি ভালোবাসা হেরে যায়, প্রেম মরে যায় অনাদরে বঞ্চিত শুষ্ক বৃক্ষের মতো,
শুধু ওই ঈশ্বর জানবেন, মহাপাপের সাথে এ জন্মে প্রেমও কতোটা রেখেছে ক্ষত!

১০. অাবার এসো না মেয়ে,
কলিজার ভেতর অামার হৃদয় বেয়ে...

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test