E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রিয়াজুল ইসলাম রিয়াজ’র ছড়া 

২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৮:৫৬:২৭
রিয়াজুল ইসলাম রিয়াজ’র ছড়া 







 

স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে-
ত্রিশ লক্ষ শহীদের তাজা প্রাণ,
স্বাধীনতা মানে-
দু'লক্ষ অভাগিনী বোনের মান।

স্বাধীনতা মানে-
মায়ের চোখে কষ্টের নোনাপানি,
স্বাধীনতা মানে-
বজ্র-কন্ঠে পিতা মুজিবের বাণী।

স্বাধীনতা মানে-
ভাইহারা বোনের অবিরাম কান্না,
স্বাধীনতা মানে-
সবুজের বুকে রক্তপ্রলয় - বন্যা!

স্বাধীনতা মানে-
অজস্র ত্যাগের বিনিময় এক মূল্য,
স্বানীনতা মানে-
বাংলা সবার আপন মায়ের তুল্য।

স্বাধীনতা মানে -
মুক্তিযুদ্ধের স্বপ্ন - চেতনার জয়,
স্বাধীনতা মানে-
পরাধীন কোনো গ্লানি- আর নয়!

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test