E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীপক চক্রবর্তী’র ছড়া 

২০১৯ ফেব্রুয়ারি ২৮ ১৬:৫১:০৪
দীপক চক্রবর্তী’র ছড়া 







 

ফাগুন তুমি কাঁদছো ক্যানো

ফাগুন তুমি কাঁদছো ক্যানো
আজ ক’টা দিন ধরে ?
আঘাত তোমায় কে করেছে
কে বা গেছে মরে ?

মেঘরা কোথায় চলছে ছুটে
মেঘের চোখে জল,
ফাগুন তোমার কি হয়েছে
একটু খানি বল !

আজ ক’টা দিন হয়নি দেখা
সূর্য্যি মামার সাথে,
হারিয়ে গেছে চাঁদ মামাটা
পাইনে খুঁজে রাতে।

পলাশ শিমুল চুপটি আছে
কোকিল কোথায় আজ ?
তোমার চোখে অশ্রু দেখে
কেউ করেনি সাজ!

পাগলা হাওয়ায় মেতে উঠে
ফেলছো চোখের জল,
ফাগুন তোমার কি হয়েছে
একটু খানি বল ?

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test