E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীপক চক্রবর্তী’র একগুচ্ছ ছড়া

২০১৯ সেপ্টেম্বর ০২ ১৮:০৮:৩১
দীপক চক্রবর্তী’র একগুচ্ছ ছড়া







 

দাওনা মাগো বই

পাঠশালাতে যাবো মাগো
দাওনা তুমি বই ,
দাও পরিয়ে জামা-জুতা
ছোট্ট আমি নই !
দাদার মতো যাবো আমি
পাঠশালে হর রোজ,
ফিরতে আমার দেরি হলে
করবে তুমি খোঁজ ।
বই নিয়ে মা থাকবো মেতে
খেলবো বইয়ের সাথে,
তোমার কোলে শুয়ে মাগো
গল্প শুনবো রাতে ।
ভাবছো মাগো তোমার খোকা
অনেক ছোট আছে,
দোয়েল পাখি ডিম পেড়েছে
দেখে এলাম গাছে ।
কাটবো মাগো সাঁতার আমি
দেখতে যদি চাও,
শাপলা তুলে আনতে পারি
অনুমতি দাও !
মাগো তুমি জেনে রেখো
ছোট্ট আমি নই,
পাঠশালাতে যাবো আমি
দাওনা তুমি বই !

কেয়া

আমার সখের ফুল বাগানে
ফুল ফুটেছে কেয়া,
কষ্টে আমার বুকটা ফাটে
( দেখে) অলির দেয়া-নেয়া ।
পাপড়ী মেলে ছড়ায় শোভা
পাগলা হাওয়ায় দুলে,
সকাল- সাঁঝে তাকেই দেখে
সব কিছু যাই ভুলে।
সখের বশে বাগান করে
হলাম আমি মালী,
অলির সাথে দেয়া নেয়া
পাপড়ী গুলো খালি ।
চাঁদনী আলো হার মেনেছে
মিষ্টি কেয়ার কাছে,
চক্ষু দু'টি তাক লেগে যায়
রূপের সুধা আছে ।
উদাস হয়ে দেখি তাকে
সকাল বিকাল সাঁঝে,
ঝরে গেলেও রইবে কেয়া
আমার বুকের মাঝে !

সবার আমি ছোট


ইচ্ছে আমার অনেক আছে
অজানারে জানা,
সবার থেকে শিক্ষা নিতে
নেইকো কোন মানা।
ঘুরবো আমি পাহাড় সাগর
শহর বন্দর গ্রাম,
দ্বারে- দ্বারে ঘুরতে আমার
লাগবেনা তো বিরাম।
সবার থেকে শিক্ষা পেতে
ঘুরবো জগত ময়,
নিষ্টা মনে শিষ্টাচারে
করবো আমি জয় !
কারও মনে দিবোনা তো
একটু খানি আঘাত,
আমার জন্য হয়না যেন
কর্মে কারো ব্যাঘাত।
থাকবেনা তো হিংসা মনে
নিন্দা নয়তো অন্যজনে,
আমার থেকে সবাই জ্ঞানী
করবো শুধু এটাই মনে।
সবার থেকে জ্ঞানটা নিতে
নেইকো কোন মানা,
ছোট্ট আমি সবার কাছে
এটাই আমার জানা।

শরত

এই বুঝিরে শরত এলো
সাদা মেঘের ভেলায়,
উঠলো মেতে শরত বাবু
লুকোচুরি খেলায়।
রোদ বৃষ্টি দখিণ হাওয়া
লাগলো মনে দোলা,
কাশ ফুলেরা ছড়ায় শোভা
যায়না তারে ভোলা।
রাতের আঁধার যেই কেটেছে
রবির আলো দোরে,
খোকা খুকু মেতে ওঠে
শিউলি ঝরা ভোরে।
শরত আমায় ডেকে বলে
কাব্য লেখো কবি,
রঙিন রঙে সাজিয়ে তোল
মাতৃভূমির ছবি।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test