E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একুশ আমার চেতনা

২০২০ ফেব্রুয়ারি ২০ ১৮:২৯:০০
একুশ আমার চেতনা







 

আব্দুর রইচ সেরনিয়াবাত

একুশ আমার চেতনার প্রতীক
আমার মায়ের বুলি
বাংলা ভাষায় “মা” ডাকিবে বলি
ভাইয়েরা বুকে নেয় গুলি ॥

একুশ আমার ভাই হারা ব্যাথা
বুকেতে চাপিয়া রাখি
সালাম বরকত রফিক জব্বার
কত যে অজানা সাথী ॥

একুশ আমার মায়ের আকুতি
বোনের কান্নার সুর
শোককে তাই শক্তি করেছি
ভীত কাঁপে শত্রুর ॥

একুশ আমার দৃপ্ত শপথে
অগ্নীঝড়ানো দিন
কান পেতে শোন ঐ শোনা যায়
সুধিতে হইবে ঋণ ॥

একুশ আমার রক্ত কনিকায়
স্বাধীনতার বীজ বোনা
বাঙলা মায়ের কোলেতে বসিয়া
মুক্তির সে গান শোনা ॥

একুশ আমার মুক্তিযুদ্ধের
সূচনা সংকেতে
স্বাধীকার থেকে স্বাধীন বাংলা
একুশের সেই পথে ॥

একুশ আমার বিদ্রোহী কথা
মিছিলের শ্লোগান
শত্রু শিবিরে আঘাত হানিতে
হও সবে আগুয়ান ॥

একুশ আমায় শিখায়ে দিয়েছে
শিকল ভাঙ্গার গান
শহীদ মিনারের ফুলে ফুলে খুজি
স্মৃতির তাজা সেই প্রাণ ॥

লেখক : বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান, আগৈলঝাড়া উপজেলা পরিষদ ।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test