E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রিয়াজুল ইসলাম রিয়াজের দুটি ছড়া

২০২০ মার্চ ৩১ ১৮:১০:২৪
রিয়াজুল ইসলাম রিয়াজের দুটি ছড়া







 

করোনা

বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল
ভাইরাসের ফাঁন্দে,
সবার মাঝে অসহায়ত্ব
গরীব দুঃখী কাঁন্দে!

ইতালি-স্পেন পারছেনা যা
আমরা কেমনে পারি!
ক্ষুধা-আতংকে বন্দী মানুষ -
করছে আহাজারি।

মরনঘাতি করোনা রোগ
বড্ড বেশি হলো!
মৃত্যু-ক্ষুধার দোহায় লাগে
এবার বিদায় বলো।


জয় বাংলা বাঙালির জাতীয় স্লোগান

'জয় বাংলা' দিয়ে শুরু সংগ্রাম
'জয় বাংলা'য় পাওয়া দেশ,
স্বাধীন দেশে তারা কারা; যারা-
'জয় বাংলা'র চাহে শেষ!

একাত্তরের যে স্লোগানটি ছিলো
সাত কোটি বাঙালি সবার,
স্বাধীনতার সেই শক্তি-স্লোগান
আজ থেকে সবার আবার!

দুঃখ-কষ্ট- ভারাক্রান্ত মনে
পচাত্তরে ফেরা যাক,
মুজিব হত্যা পরেই তারা-
জয় বাংলা করে ভাগ!

যারা মেরেছিলো পিতা মুজিবকে
তারা কি কখনো চেয়েছে দেশ,
স্বাধীনতাবিরোধী পরাজিতরাই-
ব্যর্থতায় করে পিতাকে শেষ!

ভাগাভাগি করেও থামেনি তারা
ইতিহাসও বিকৃতে করে ভুলে,
স্বপরিবারে পিতা খুন হয়ে গেলে-
নৌকা দেরিতে ফিরে কূল।

রাজনৈতিক দল বলতে তখনও-
আ. লীগকেই জানে সবাই,
সামরিক সরকার জেনারেল জিয়া-
গণতন্ত্রকে করে জবাই!

ক্ষমতার লোভ-ঘাতকের শাসক
যপে যান আজব মন্ত্র,
অসহায় বাঙালি মুখ বুঝে সহে
সামরিকনামা তন্ত্র!

রাজনীতিবিদের পথগুলো তখন
উঁচু-নীচু-কাটায় ভরা,
রাজনীতিটা সহজ শুধু তার-
খুনির দলে যান যারা!

স্বাধীন বাংলায় জালালি কবুতর
ডানা কেটে খেয়েছে ধরা,
ঠিক তখনই স্বৈরাচারীর ইশারায়
'জয় বাংলা'টি তরা সরা!

ভাগ হয়ে গেলো 'জয় বাংলা'
স্বাধীনতা পক্ষের কাছে,
বেঈমান-খুনিরা সুযোগ বুঝে
ভিলনের কোলে হাসে!

স্বাধীনতা প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই --
স্বপক্ষের শক্তির সরকার,
জয় বাংলা' দেশে একতা-শক্তি
জনতার স্ব-গর্বে দরকার!

বিজয়ী বাঙালির জাতীয় স্লোগান
সর্বোচ্চ আদালতে-রায়ে,
জয় বাংলা দেশের অনুভুতির নাম
জয় বাংলা কহো বাহে!

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test