E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধ্যবিত্তের করোনা যুদ্ধ

২০২০ এপ্রিল ০৩ ১৬:৪৩:০৮
মধ্যবিত্তের করোনা যুদ্ধ







 

রিয়াজুল ইসলাম রিয়াজ


গরীব দুঃখী মানুষের পাশে আছে জনতা-
পাশে আছে সংস্থা ও সরকার,
কখনো কি ভেবেছেন মধ্যবিত্ত পরিবার-
কেমন আছে; তাদের কি দরকার?

মধ্যবিত্ত'র আছে যে একঝাঁক ইগো-দোষ
লাজ-শরমে তারা ফাঁন্দে,
একবুক জ্বালা ক্ষোভ; ভয় আর সংকোচ
ঘরে বসে না খেয়ে কাঁন্দে!

মুখ বুঝে সয়ে যায়, নীরবতা- শঙ্কায়
কি হয় কি হয়; নানামুখী সংশয়,
অপেক্ষা প্রহরের চাতক পাখির দল,
সরকার যে কোন কিছু কয়না!

মধ্যবিত্তের চিত্রটা এমনই যেন যে-
হতে চেয়ে অনেক কিছু হয়না,
তাদের জন্য তাই করোনার এ যুদ্ধ-
অব্যক্ত কষ্ট; আশাহত বায়না!

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test