E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

দীপক চক্রবর্তী’র দুটি ছড়া 

২০২০ জুলাই ১৫ ১৬:৪৯:৫৫
দীপক চক্রবর্তী’র দুটি ছড়া  

খোকার পড়া

খোকা আমার কলম ভাঙ্গে
অআ কখ লিখতে,
দাঁত পড়েছে গোটা ছয়েক
এবি সিডি শিখতে।

নামতা পড়ে আমতা- আমতা
বর্ণমালা মুখোস্থ,
শয়তানিতে বড্ড পাকা
সব কিছু তার ঠুটোঁস্থ।

চক্ষু বুজে বলতে পারে
কোন চ্যানেলে কি,
বুড়োর মতো কথা বলে
বলে ওমা ছিঃ!

খেলা ধুলায় থাকে মেতে
পড়তে গেলে আসে ঘুম,
খোকার মাযে রেগে গিয়ে
পিঠের পরে বাঁজায় ঢুম।

ঘুমের ঘোরে খোকা বলে
চাঁদ মামা তুই কই ?
মাযে আমার বড্ড খারাপ
পড়তে বলে বই।

ছায়া

কে গো তুমি? তখন থেকে
লাগছো আমার পিছে?
ছুটছো কেনে হন্যে হয়ে
ঘুরছো ক্যানো মিছে ?
ভর দুপুরে চলছি একা
মায়ের সাথে করবো দেখা,
গা গতরে ঝরছে ঘাম
ও- বেটা তোর নেইকি কাম ?
এক পা যদি মাড়াস ওরে -
জোরসে থাপ্পড় মারবো তোরে,
ভয় নেই কি তোর ?
গাঁয়ের পথে চলছি ছুটে
মায়ের আদর নেবো খুটে,
কাটবে নিশি ভোর !
আপদটা যে নিচ্ছে পিছু !
বড্ড দেখি মায়া,
ভুল করেছি এতো বেলা
দেখে নিজের ছায়া !

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test