E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রিয় নেতা

২০২২ মার্চ ১৭ ১১:৫১:১৫
প্রিয় নেতা









 

শারমিন আক্তার

এই মার্চে জন্ম তাহার, বাঙালি জাতির কর্ণধার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবুর।
জন্ম তাহার টুঙ্গিপাড়ায়, জেলা গোপালগঞ্জ
শুনেছি আমি, তাকে ঘিরেই উত্তাল ছিলো সোহরাওয়ার্দীর মঞ্চ!
তার ডাকেই সাহস পেয়েছিলো বাংলার দামাল ছেলেরা,
জাত-পাত ভুলে যুদ্ধে নেমেছিলো রাখাল-কৃষক-জেলেরা।
তার আহ্বানেই এক হয়েছিলো বাংলার আপামর জনতা,
ভেবে দেখো একবার-
মানুষটা সাধারণ হলেও ছিলো ভালোবাসায় বিশ্বজয়ের অপরিসীম ক্ষমতা!
আগুন তাহার রক্তে ছিলো, বাংলার প্রতি দ্বিধাহীন প্রেম
কন্ঠে তাহার সংগ্রামের ধ্বনি, বাংলাকে বাঁচাতে হবে, হৃদয়জুড়ে দেশপ্রেম।
সে দিলো এনে স্বাধীনতার সুখ, বাঙালি জাতির অহংকার
যুগ যুগ রবে বাঙালির মনে, হে মহামানব, শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবুর।


পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test