E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ্মা সেতুর অণুকাব্য

২০২২ জুন ৩০ ১৫:৫৮:৪৫
পদ্মা সেতুর অণুকাব্য







 

রিয়াজুল ইসলাম রিয়াজ


পদ্মার জল প্রবাহিত ধারায়
স্বপ্নের সেতু খুলছে,
শেখের বেটির সাহস দেখে
দেশদ্রোহীরা জ্বলছে।

স্বিরোধিতা করা সেতু-রাজাকার'র
বিচার কি কখনো হবে?
ইউনুস-খালেদারা ইতিহাসে নিশ্চয়ই
কালপিট হিসেবে রবে!

মিথ্যা অজুহাত, মিথ্যা অভিযোগে
বাতিল করেছিল যারা অর্থ,
সততার প্রশ্নে শেখ হাসিনার জয়,
তারা- পরাজিত, মিথ্যুক, ব্যার্থ!

জাতির পিতা দিয়েগেছেন দেশ
গড়ে তুলছেন তা মেয়ে,
দেশ-বিরোধীরা ষড়যন্ত্র করেছে
আদাজল খেয়ে না-খেয়ে!

দেশি-বিদেশি ষড়যন্ত্রগুলো
যতই মেলুক ডালপালা,
জনগণ আর হাসিনা মিলে
করবেন তা মোকাবেলা।

স্বাধীন মাটিতে পরাজিত শক্তি-
দেশ-দ্রোহীরা স্বক্রিয়ায় চলে,
মুখে মুখে ওদের বাঙালিয়ানা--
'পিয়ারে পাকি তলে তলে।

মুক্তিযুদ্ধের এই বাংলায় কখনো
পাকিপ্রেমীদের হবেনা ঠাঁই,
বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশে-
ধর্ম-বর্ণ কোন ভেদাভেদ নাই।

যতই দিবি তোরা বাঁধা-বিঘ্ন,
থাকবি ঘৃণ্য যড়যন্ত্রে,
তলপিতলপাসহ হারাবি সবই-
'জয় বাংলা' নামক মন্ত্রে!

'জয় বাংলা' মন্ত্রের শক্তিমত্তাগাঁথা,
একাত্তরের ঘাতকেরা ভুলেনি ঠিক,
পাকিদের স্ব মুলে পিয়ারে-ভূ পাঠাতে
এ-প্রজন্মরাই পাছায় মারবে কিক!

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test