E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উত্তাল পদ্মায় স্বপ্নের সেতু

২০২২ জুলাই ০৬ ২২:২১:৫৯
উত্তাল পদ্মায় স্বপ্নের সেতু







 

রিয়াজুল ইসলাম রিয়াজ

পদ্মাসেতু নির্মাণ ঠেকাতে
যারা হয়েছিল মরিয়া,
ইতিহাসের আস্তাকুঁড়ে
তারাই থাকবে পড়িয়া।

যারা খেলেছে বিরোধি-গেম
যারা দিয়েছে বাধা,
পদ্মা সেতু উদ্ভোধন কালে
তারাই হয়েছে গাধা।

যারা করেছে ষড়যন্ত্র
বন্ধ করেছে টাকা,
তাদের চোখে পদ্মা সেতু
লাগবে আঁকা-বাঁকা।

যারা বলেছিল পদ্মা সেতুটি-
কোনদিনও আর হবেনা,
দেশের জন্য ভালোকিছু তারা
কোখনোই চায়নি, চাবেনা!

যারা করেছিল উঠতে মানা
জোড়াতালি দেয়া সেতুতে,
মুর্খের দল বাসস্থান গড়ে
ষড়যন্ত্রের ধুমকেতুতে!

যারা বলেছিল বানের টানে
সেতুটি যাবে ভেসে,
আমন্ত্রণ রইলো, স্বপ্ন সেতুটি
একবার দেখুক এসে!

যারা ভেবেছিল শেখ হাসিনা-
অলিক স্বপ্নে ভাসছেন,
তারাই এখন ঘরকোণা হয়ে-
মুখ লুকিয়ে কাঁদছেন!

যারা ভেবেছিল দাতা ছাড়া
স্বপ্নের সেতু ক্যামনে হয়,
জানে না তারা শেখ হাসিনা
মাথা নোয়াবার পাত্রি নয়!

'দেশের টাকায় গড়বো সেতু'
-শেখ হাসিনার ঘোষণা।
কেউ কাশে কেউ মুসকি হাসে
কেউ করে টাল বাহানা!

শেখ হাসিনার ঘোষনা শুনে
পদ্মায় উঠেেছিল ডেউ,
দেশ-বিদেশি কুকুরের দল
করেছিল ঘেউ-ঘেউ।

কুকুরের কাজ কুকুর করবে
করে যাবে ঘেউ ঘেউ,
প্রধানমন্ত্রীর পাশে জনতা আছে
আর লাগবে কেন কেউ?

বিশাল কর্মযজ্ঞ, স্রোতধারায়-
পদ্মায় বসালো পাইল,
বিরোধি শক্তির নতুন অস্ত্র-
গুজব রটানো ফাইল!

হঠাৎ গুজব পদ্মায় লাগবে
শত-শত শিশু'র মাথা,
এই যুগে এসে ওমন গুজব
হৃদয়ে দিয়েছিল ব্যাথা।

এমন অনেক ষড়যন্ত্রের জাল-
বিছিয়ে রেখেছিল যারা,
সেতুটি থামাতে সর্বোচ্চ চেষ্টায়
ব্যার্থ হয়েছিল তারা।

সেতুতে স্প্যান, কর্মযজ্ঞে গতি
জবতার মুখে আনন্দ হাসি,
তখনও থামেনি বিরোধি পশু
মাঠে ময়দানে ভ্যাবায় খাসি।

স্প্যানের পর স্প্যান বসে
দৃশ্যমান সেতুর পুর্ণরূপ,
চিহৃিত শত্রুরা ব্যস্ত তখনও
নিত্য নতুন খুঁড়তে কুপ!

এক্সপ্রেস ওয়ে, পদ্মা সেতু
রেল লাইনটি শুধু বাকি,
উদ্ভোধনের দিন গননায়-
শত্রু মহলে লাগে ঝাঁকি।

দেশ জতনার কৃতজ্ঞতায়
শেখ হাসিনা ভাসেন,
অপশক্তির দল জ্বলে-পুড়ে
বেদনার হাসি হাসেন!

অসম্ভব কাজ সম্ভব হইছে
প্রধানমন্ত্রীর দৃঢ়তায়,
মিছা মন্ডলদের মিথ্যা তথ্য-
লোক হাসায় ও প্যারা খায়!

শেখের বেটিকে বিশ্ব যখন
দিচ্ছেন অভিনন্দন,
এ সময়েও অহিনা ওদের
হৃদয়ে গোপন ক্রন্দন!

দেখিয়ে দিলেন রাষ্ট্রনায়ক
আত্ন-বিশ্বাস ও মর্যাদায়,
উত্তাল পদ্মায় স্বপ্নের সেতু
সৎ সাহসেই করা যায়!

শেখ হাসিনা সঠিক ছিলেন
নিন্দুকেরাই সব ভুলে,
সাত মিনিটেই পদ্মা পাড়ি-
একুল হতে ওই কুলে।

বিশ্ব অবাক সক্ষমতায়
উঁচুতে দেশের মাথা,
স্বর্ণাক্ষরে লেখা থাকবে
হাসিনা কৃতি গাঁথা।

হিংসে জ্বালায় জ্বলবে ওরা
শেখ হাসিনার হবে জয়,
শেখের বেটি কাজ করে যায়
দেশ বিরোধিরা বকবকায়!

কোন সরকার এসে কি করেছে!
সবকিছুই তো জানে দেশ,
শেখ হাসিয়ার জয়জয়কার-
বিরোধিদের সময় শেষ!

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test