E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তোমাদের জন্য রণজিৎ সরকারের ৫ বই

২০১৫ ফেব্রুয়ারি ১১ ১৫:৩৯:৪০
তোমাদের জন্য রণজিৎ সরকারের ৫ বই

নিউজ ডেস্ক : অমর একুশে বইমেলা ২০১৫ উপলক্ষে রণজিৎ সরকারের পাঁচটি বই এসেছে। প্রকাশিত বইয়ের মধ্যে দুটি কিশোর উপন্যাস। একটির নাম ‘ক্লাসরুমে যতকাণ্ড’। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি। অন্যটি ‘স্কুলে অনুপস্থিত’। এটি প্রকাশ করেছ পার্ল পাবলিকেশন্স।

স্কুলে অনুপস্থিত পথশিশুদের নিয়ে লেখা এ উপন্যাসটি। পথশিশুদের বিভিন্ন কষ্টের কথা তুলে ধরা হয়েছে এ উপন্যাসে। অনু আর রাজু এ উপন্যাসের প্রধান চরিত্র। এদের জীনের নানা রকমের দুঃখের কথা বর্ণনা করা হয়েছে। পথশিশুদের জীবন কাহিনী এ উপন্যাসের মূল্য প্রেক্ষাপট। পথ শিশুদের অবহেলার কথা। দুঃখের কথা। তাদের নানা রকমের দিক তুলে ধরা হয়েছে। পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত এ বইটির মূল্য ২০০ টাকা। বইমেলার ১৫-১৭ নং স্টলে পাবে।

এছাড়া তার আরো একটি শিশুতোষ গ্রন্থ বইমেলায় পাওয়া যাচ্ছে। নাম ‘ক্লাসরুমে যতো কাণ্ড’।

অন্য তিনটি গল্পের বই। একটি হলো ‘লালু বাহিনীর লাফিং ক্লাব’। প্রকাশ করছে শব্দশৈলী। ‘ছোটদের মুক্তিযুদ্ধের অজানা গল্প’ প্রকাশ করেছে শিশুরাজ্য প্রকাশন। অন্যটি ‘শিশুতোষ একুশের গল্প’ প্রকাশ করছে সাহিত্যমালা।

চারটি বইয়ের প্রচ্ছদ করেছে নিয়াজ চৌধুরী তুলি। ‘ছোটদের মুক্তিযুদ্ধের অজানা গল্প’ বইটির প্রচ্ছদ করেছেন শাহানারা নার্গিস শিখা।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test