E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আসলাম সানীর ঈদের ঢাকাইয়া ছড়া 

২০১৫ সেপ্টেম্বর ২৩ ২১:৪১:০৫
আসলাম সানীর ঈদের ঢাকাইয়া ছড়া 






 

ক্যালা মগন কান্দো ?

ঈদ বি মিয়া খুশীর দিন
ক্যালা মগর কান্দো ?
আশাতে বুক বান্ধো
নয়া জামা-জুতা পিনছো
রোজা রাখছো পূণ্য কিনছো
পোলাও সেমাই রান্ধো,

বউ-বাচ্চা-স্বজন লয়া
মিলামিশা খাও
আনন্দে গান গাও
যা-আছে তা লয়া সুখে
শান্তিতে ঘুমাও,

শুভদিনে হাসো মিয়া
ভুইলা দুঃখ-মন্দ
আজকা যে আনন্দ
ছড়াও বি সু-গন্ধ
আমরা স্বাধীন— খুশীর এ-দিন
দীলে বি নাই দ্বন্দ্ব।


টেকা পামু কই

—চলো বাবা মার্কেটে যাই
ঈদের জামা কিনুম
রনি-ডরির অনেক জামা
কও আমি কি পিনুম?

—গেদিরও নাই নয়া জামা,
কান্দাকাটি একটু থামা
ইট ভাঙি আর রিকশা চালাই
পেরায় দিনই উপাস রই
জামা কিনার টেকা কই?

জামা-জুতা ধনীরা পায়
আমরা গরীব হই
টেকা পামু কই?

কওতো মাগো আমরা তবে
রোজা রাখি ক্যালা ?
আমরা গরীব আমোগো সব
নিয়তীরই খেলা !


কার বুকে বুক মেলাবে?

রয় না রোজা— দিনভরই খায়
ডিসকো নাচে আর গান গায়—
মগর ঈদে কয়েক জোড়া জামা
দিচ্ছে বাবা-চাচা-খালু-মামা
পিনোর কিযে সুখ
হাসি-খুশী মুখ
একটুও নাই দুখ্,

বস্তিবাসী কালার পেটে
নাই দু’মুঠো ভাত
ক্ষুধার জ্বালায় কষ্টে কাটায়
রহমতের এই রাত!

বলবে কাকে আশায় থাকে—
নাইতো ধনী চাচা-মামা
কেউ দিবো কি নতুন জামা?

পোলাও-সেমাই পাবে?
পেট ভরে যে খাবে
ঈদগাহে যে যাবে
কার বুকে বুক মেলাবে?



কি যে মজা লাগতাছে

কি আনন্দ-কি আনন্দ
খুশী খুশী লাগতাছে
নতুন বছর-নতুন দিনে
খুশীর খোয়াব জাগতাছে
ত্রিশ দিনের চান বি ডাকতাছে—

ছোটো-বড়ো সবতে মিলা
গলাগলি করুম
শান্তি-সুখের ভবিষ্যতের
নয়া জীবন গড়ুম
উন্নয়নের নেত্রীর লগে
শুভপথটা ধরুম,

দীল বি খুইলা হাসমু-গামু
কি যে মজা লাগতাছে
চক্ষু দুইটা ফুল-ফসলে
মাটির ছবি আঁকতাছে
সত্য-ন্যায়ে— মিথ্যা-পাপী
দুজনেরা ভাগতা

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test