E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 লুৎফর রহমান রিটন এর ছড়া

২০১৫ নভেম্বর ২০ ১৪:০৯:৩৭
 লুৎফর রহমান রিটন এর ছড়া






 



এক যে ছিল ম্যাজিশিয়ান


এক যে ছিলো ম্যাজিশিয়ান তার যে কতো গুণ!
নামটা কি তার? সবাই জানে। নামটা হুমায়ূন।
বাঙালিদের হৃদয়জুড়ে তার যে বসবাস
লিখতো নাটক কান্না হাসির গল্প উপন্যাস।

আকাশ ভেঙে জোছনা পড়া আকুল রাতের গান
পাতার বাঁশি শোনাতো সে জুড়িয়ে দিতো প্রাণ।
শাদাকালো টিভির আমল আহ্‌ কী চমৎকার!
‘এইসব দিনরাত্রি’ দিয়ে যাত্রা শুরু তার।

নাটক লেখার জন্যে ছিলো জাদুকরের হাত
‘কোথাও কেউ নেই’ অথবা ‘নক্ষত্রের রাত’
‘আজ রবিবার’ ‘বহুব্রীহি’ কিংবা ‘অয়োময়’
টেলিভিশন পর্দাজুড়ে হুমায়ূনের জয়।
‘পুষ্পকথা’ ‘পাপ’ ও ‘খাদক’ অথবা ‘নিমফুল’
চারটি দশক হুমায়ূনের কাণ্ড হুলুস্থুল!

বাঙালিদের ঘরে ঘরে তার যে অবস্থান
চলচ্চিত্রে হুমায়ূনের অমৃত সন্ধান!
তার ‘আগুনের পরশমনি’র স্নিগ্ধ ছোঁয়া পেয়ে
‘শ্রাবণ মেঘের দিন’গুলো ফের উঠেছে গান গেয়ে।
‘দুই দুয়ারী’ ‘চন্দ্রকথা’ কিংবা ‘শ্যামল ছায়া’
হুমায়ূনের হৃদয়জুড়ে মমতা আর মায়া।
‘ঘেটুপুত্র কমলা’ আর ‘আমার আছে জল’
হুমায়ূনের গুণের কথা কইছে অবিরল…

যখন পাবো ‘শুভ্র’ ‘হিমু’ ‘মিসির আলী’র দেখা
পড়বে মনে, এই চরিত্র হুমায়ূনের লেখা!
চান্নি পসর রাতের দেখা কেউ কখনো পেলে
রাখবে জানি হুমায়ূনের স্মৃতির পিদিম জ্বেলে…

ও হুমায়ূন ম্যাজিশিয়ান কোথায় গেলে তুমি?
তোমার জন্যে কাঁদছে মানুষ! কাঁদছে স্বদেশভূমি!


( এল আর রি/বি এইচ২০ নভেম্বর২০১৫)




পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test