E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রহমান জীবন’র ছড়া

২০১৬ জানুয়ারি ০৯ ১৭:০৪:১১
রহমান জীবন’র ছড়া







 

পণ করেছি

মা-বাবা কয় আমি নাকি
লেখাপড়ায় কাঁচা,
ভালো করে পড়তে হবে
ধমকে বলেন চাচা।

বড় বড় চোখে তাকান
ক্লাসে এসে স্যার,
একটুখানি ভুল করলেই
চেপে ধরেন ঘাড়।

আমায় নিয়ে বন্ধু-বান্ধব
কেউ করে না খেলা,
সবাই আমায় দূরে রাখে
করে অবহেলা।

ছোট বড় সবাই আমায়
উপহাসই করে,
আমিও তাই পণ করেছি
দেখিয়ে দেব পড়ে।

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test