E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রব্বানী চৌধুরীর ছড়া

২০১৬ ফেব্রুয়ারি ০৩ ১১:১৫:৩৮
রব্বানী চৌধুরীর ছড়া







 


রব্বানী চৌধুরীর ছড়া

ক তে কাঁটা
বিঁধলে গলায়
সাহস যেন
কোথায় পলায়
ধুরুত্তি!
মাছের কাঁটা
খুব আকাঠা
যায় না সেটা
কুরুত্তি!
খেতে বসে
কাঁটা বাছি
ভাতে মাছে
আমরা আছি।


খ তে খেজুর
গাইছে বেজোড়
তিন পাখি
কোকিল ঘুঘু শালিক মিলে
রইল পড়ে দিন বাকি!
আকাশ নীলে
থাবায় চিলে
কাকতাড়ানি দিন
ধানের খেতে জ্বলছে সোনা
সূর্যটা রঙিন ।


গ তে গঙ্গা
গোয়ালনন্দ
গেন্দাফুলে
কী সুগন্ধ!
গেন্দাফুলের রঙে
সূর্য ওঠে বঙ্গে
পাল তোলা ওই নায়ের আগায়
যাবো মাঝির সঙ্গে!


ঘ তে ঘোড়া
পা দু’জোড়া
শূন্যে মারে উড়া
ঘোড়ার সাথে
গাধার মিল
দেয়াটা আনকোরা।


চ তে চাচি চাঁদ দেখাতে
তুলেন আমার হাত
চাঁদের বুড়ি উঠান ভরায়
জোছনামাখা রাত।
আমেরিকা চন্দ্রে গেল
চাঁদের বুড়ি হাওয়া
চাঁদের দেশে পাথর আছে
জল গেল না পাওয়া!


ছ তে আছে ছাতিমগাছে
তিনটি ভূতের ছানা
অমাবস্যায় তারা নাকি
করতে পারে হানা!
চাঁদের আলো দেখলে তারা
নদীর পাড়ে যায়
নদীর জলে সাঁতার কাটে
ভরা পূর্ণিমায়!

ঙ তে কেউ জঙ্গলে যায়
কেউবা গেল মঙ্গলে
ঙ আবার খেলা করে
বাঘের বড় চঙ্গলে!
ঙ তে বেঙ কচু পাতায়
বেঙ ওঠে না কারো মাথায়!


প তে পড়ি
পড়তে পড়তে
মগজ ভরি!
মগজখানা ফুটো
এক কথাকে বারবার
মাথার মাঝে কুটো!
কুটতে কুটতে রাত
ঘুমে শরীর কাত
পরীক্ষা তো সামনে
শিখছি ধারাপাত।
গুরু বলেন করবে ট্রাই
চেষ্টা করার বিকল্প নাই!


ফ তে ফাঁপর
কিনতে কাপড়
যাবো সদরঘাটে
সেথায় নাকি চক্ষু-মোটা
পকেটমারে হাঁটে!
পকেটমারের রং-টা কেমন
পকেট আছে ক’টা?
এমন করে ভাবছি আমি
বাজল ঘড়ি ন’টা!


ব তে বাংলা
ব তে বং
সূর্য ছড়ায়
খুশির রং।
সূর্য করে
দেশটা আলো
এগিয়ে যেতে
চেষ্টা ভালো।




ভ তে ভাষা
বাংলাভাষা
বিশ্বজোড়া নাম
সভ্যদেশে ভাষার কদর
থাকে অবিরাম।
মায়ের ভাষা
সবচে’ কাছে
সবাই করে আদর
মায়ের ভাষার জন্য বিছাই
ভালোবাসার চাদর।



ম গিয়েছে মামার বাড়ি
মাকে বাড়ি আনতে
মোটর নেই রিক্সা নেই
নৌকা কি কেউ টানতে?
নৌকা তো নেই হেমন্তে
পালকি আনে মামা
পালকি বয় তিন বেহারা
তাঁদের হাতে জামা!


ঞ যদি মিঞ বলে
বিড়াল করে রাগ
বিড়াল এখন চড়তে পারে
খাঁচায় পোষা বাঘ।
বাঘ বড় না বিড়াল বড়
জানতে হলে সবাই পড়ো
পড়াশুনায় জ্ঞানী হবে
লাগ ভেল্কি লাগ!



[বর্গীয়] জ জাহাজ থেকে
নামল যখন ডাঙায়
সারেং ছিল সিংহমামা
চক্ষু দুটি রাঙায়!
নাবিক ছিল বাঘের ছানা
রয়েল বেঙ্গল টাইগার
বাংলাদেশের শত্রু হলে
বলল তাঁরা খাই ঘাড়!


ঝ তে ঝাণ্ডা হাতে নিয়ে
দেশের জন্য লড়ি
একাত্তরে বাংলাদেশে
তিরিশ লক্ষ মরি।
মরতে মরতে শেষ
শহিদ মিনার দেশ!

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test