E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুজন বড়ুয়ার গুচ্ছ ছড়া

২০১৬ ফেব্রুয়ারি ০৭ ১২:১০:৫৫
সুজন বড়ুয়ার গুচ্ছ ছড়া






 

সুজন বড়ুয়ার গুচ্ছ ছড়া

কালামকে নিয়ে তুলকালাম

এক কালামকে ডাকতে গিয়ে
সে-দিন সে কী তুলকালাম!
দু’দিক থেকে হোঁচট খেয়ে
দু’জন মানুষ আসল ধেয়ে
আমি হঠাৎ হকচকিয়ে
নিজের মাথা চুলকালাম-
কোনটা তবে মূল কালাম?

অবস্থাটা বুঝতে পেরে
একজনে কয় গলা ছেড়ে
‘গুলবাজিতে সেরা বলে
আমার নামটা গুলকালাম
ফুলবাগানে কাজ করে তাই
উনি হলেন ফুল-কালাম,
আমরা সত্যি কালাম বটে
মোটেও নই ভুল কালাম।’

এক চেহারার যমজ দু’ভাই
মিলটা এমন নামেও তাই
গুল-কালাম না ফুল-কালাম
কোন কালামটা মূল কালাম?
আগবাড়িয়ে ডাকতে গিয়ে
বাঁধল সে-দিন তুলকালাম।

এই শহরের গাড়িগুলো

এই শহরের গাড়িগুলো
ওড়ায় ধোঁয়া ওড়ায় ধুলো
হর্ন-ভেঁপু বাজিয়ে বাধায়
যখন তখন হুলস্থূলও।

ছোট গাড়ি বড় গাড়ি
রং বাহারী সারি সারি
কোথাও আবার এলোপাতাড়ি
আগে যাওয়ার বাড়াবাড়ি।

যায় না লেখা সে বর্ণনা
রাস্তা যেন সাপের ফণা
একটু হলে অন্যমনা
ঘটবে মহা-দুর্ঘটনা।

ঘুরছে গাড়ির ব্যস্ত চাকা
চাকায় কারো স্বপ্ন আঁকা
আবার কারো কপাল ফাঁকা
এর নামই তো শহর ঢাকা।

এই শহরের গাড়িগুলো
ওড়ায় ধোঁয়া ওড়ায় ধুলো
কাউকে বানায় হালকা তুলো
কাউকে বানায় পঙ্গু-নুলো।

তফাৎ

একই দোষে দু’জন দোষী
তফাৎ তবু আইনে,
তফাৎ আরো বিচার রায়ে
এবং তাদের ফাইনে।

দু’দল লোকের একটিই কাজ
তফাৎ তবু লাইনে,
এক দল যায় বাঁয়ে ঘুরে
অন্যটি যায় ডাইনে।

তফাৎ দেখি সবকিছুতে
যেমনটি এইট-নাইনে,
লোকের ভেতর তফাৎ কেন
সেই তো ভেবে পাই নে।


ঢাকার টাকা

কাকারে কাকা ঢাকার টাকা
যায় না রাখা যায় না রাখা।

যতই কমান আরাম আয়েশ
গোশ পরোটা ফিরনি পায়েশ,
কিংবা ধরুন সিগারেট পান
খেলেন না আর এই পরিমাণ,
জামা কাপড় যা যা আছে
নাই-বা দিলেন ধোপার কাছে,
সিনেমা কি নাচে গানে
কিংবা কোনো অনুষ্ঠানে
নাই-বা গেলেন খরচ দেখে,
সময় কাটান পার্কে-লেকে,
এমনি কিছু জমলে পরে
পাঠিয়ে দেবেন নিজের ঘরে
থাকলে মনে স্বপ্ন আঁকা,
কিন্তু তবু কাকারে কাকা
ঢাকার টাকা যায় না রাখা যায় না রাখা।

এই তো এখন মাইনে পেলাম
পা বাড়ালেই ঠুকবে সেলাম
যে দোকানী বারে বারে
সারাটা মাস খাওয়ায় ধারে
চাল থেকে ডাল পেঁয়াজ রসুন,
বলবে শেষে অঙ্ক কষুন,
কোথায় তবে বাড়ি ভাড়া
মালিক এসে দেবেন তাড়া,
চলবে না আর বাড়াবাড়ি
ব্যাগ খুলে দেই তাড়াতাড়ি।

তারপরে কী বলেন কাকা
এই টুকুতেই পকেট ফাঁকা
ঢাকার টাকা যায় না রাখা যায় না রাখা।
যায় না ঘরে যায় না গ্রামে
ঢাকার টাকা ঢাকার নামে
মর্জি মাফিক উল্টো হাঁটে
যায় না ব্যাগে যায় না গাঁটে
যায় না সময় মতো পাওয়া
এই ছিল কি এই তো হাওয়া
এই ভরা আর এই তো ফাঁকা,
বলতে পারেন আচ্ছা কাকা
ঢাকার টাকার কয়টা পাখা?
ধরেও টাকা যায় না রাখা
বেঁধেও টাকা যায় না রাখা
যায় না রাখা যায় না রাখা।



পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test