E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুকুমার রায়’র ছড়া

২০১৬ মার্চ ১৪ ১৭:২৫:৩৭
সুকুমার রায়’র ছড়া







 

এমন যদি হতো

এমন যদি হতো
ইচ্ছে হলে আমি হতাম
প্রজাপতির মতো
নানান রঙের ফুলের পরে
বসে যেতাম চুপটি করে
খেয়াল মতো নানান ফুলের
সুবাস নিতাম কতো ।

এমন হতো যদি
পাখি হয়ে পেরিয়ে যেতাম
কত পাহাড় নদী
দেশ বিদেশের অবাক ছবি
এক পলকের দেখে সবই
সাতটি সাগর পাড়ি দিতাম
উড়ে নিরবধি ।

এমন যদি হয়
আমায় দেখে এই পৃথিবীর
সবাই পেতো ভয়
মন্দটাকে ধ্বংস করে
ভালোয় দিতাম জগৎ ভরে
খুশির জোয়ার বইয়ে দিতাম
এই দুনিয়াময় ।

এমন হবে কি ?
একটি লাফে হঠাৎ আমি
চাঁদে পৌঁছেছি !
গ্রহ থেকে গ্রহান্তরে
দেখে শুনে ভালো করে
লক্ষ যুগের অন্ত আদি
জানতে ছুটেছি ।


বাবুরাম সাপুড়ে

বাবুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে

আয় বাবা দেখে যা,
দুটো সাপ রেখে যা –

যে সাপের চোখ নেই,
শিং নেই, নোখ নেই,

ছোটে না কি হাঁটে না,
কাউকে যে কাটে না,

করে না কো ফোঁসফাঁস
মারে নাকো ঢুসঢাস,

নেই কোন উৎপাত,
খায় শুধু দুধভাত,

সেই সাপ জ্যান্ত,
গোটা দুই আন তো,

তেড়ে মেরে ডাণ্ডা
ক’রে দেই ঠাণ্ডা।

হনহন পনপন

চলে হনহন
ছোটে পনপন
ঘোরে বনবন
কাজে ঠনঠন
বায়ু শনশন
শীতে কনকন
কাশি খনখন
ফোঁড়া টনটন
মাছি ভনভন
থালা ঝন ঝন।

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test