E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনার তরী(শিশু কিশোর সাহিত্য)

২০১৬ জুন ০৩ ১৪:০৬:২৩
সোনার তরী(শিশু কিশোর সাহিত্য)







 


সুকুমার বড়ুয়া
ডাটা সংবাদ

পুঁইয়ের ডাঁটা লাউয়ের ডাঁটা
বায়োডাটার ঝোল,
ডাটা প্রসেস করতে হলে
কম্পিউটার খোল।
ডাঁটার পাগল বুড়োবুড়ি
ক্যালসিয়ামে ভরা,
শজনেডাঁটায় গুণ বেশি তাই
বাজার ভীষণ চড়া।
উচ্চতর ডিগ্রি নিতে
ডাটাই পরম ধন,
সারা বছর খেটে করেন
ডাটা কালেকশন।
ডালের সাথে মাছের সাথে
যেমন ডাঁটা চলে,
গবেষকের ডাটা আবার
অন্য কথা বলে।

নাসের মাহমুদ
মধুমাসে কদু খাবো

আম পেকেছে জাম পেকেছে
আর পেকেছে লিচু,
মূল্যতাপে হাপাই-হাটি
ফলের পিছু পিছু---
মধুমাসে কদু খাবো
নিম্ন আয়ের লোক,
ফল-ফলাদির ছবি দেখে
লোভে ভেজে চোখ।
নানান ফলের কালার ফটো
পেপার দেখে কাটি-
নিম্ন আয়ের গরিব মানুষ
ফলের ফটোই চাটি।

স্বপন দেলওয়ার

খোকন সোনা


খোকন সোনা খোকন সোনা
টুনটুনিটা ডাকে
খোকন সোনা মুচকি হাসে
কথার ফাঁকে ফাঁকে।

আব্বু ডাকে খোকন বাবু
বোনটি ডাকে ভাইয়া
বাবুটাকে নিয়ে যাবে
মন পবনের নাইয়া।

সূর্য হাসে চন্দ্র হাসে
হাসে তারার ফুল
খোকন সোনা নরোম হাতে
ধরছে কানের দুল।

আম্মু ডাকে সোনামনি
বিড়াল ডাকে মিয়োঁ
খোকন সোনার রাঙা গালে
একটু আদর দিয়ো।

দাদার কোলে দুলছে
খোকন সোনা মুচকি হাসে
কথার ফাঁকে ফাঁকে।

আব্বু ডাকে খোকন বাবু
বোনটি ডাকে ভাইয়া
বাবুটাকে নিয়ে যাবে
মন পবনের নাইয়া।

দাদার কোলে দুলছে খোকন
দাদী দিলো চুম
খোকন সোনার দুচোখ ভরে
নামলো সুখের ঘুম।

রব্বানী চৌধুরী
কলম

ক তে কলম
জ্ঞানের মলম
জ্ঞানীর হাতে থাকলে,

কলম যদি
দালাল ধরে
লজ্জাতে মুখ ঢাকলে!

কলম যদি টাকায় বিকে
সকল নীতি নাশ,
ধ্বংস হবে
দেশ ও জাতির
সঠিক ইতিহাস!

কলম দিয়ে
সত্য লেখো
সাহস যদি থাকে,
সত্যবাদী
ভুলবে না তো

জন্মভূমি মাকে।
মা যদি রে
কষ্ট পায়
কলম থাকে চুপ?

সত্যবাদীর
হাতে কলম
স্বদেশপ্রেমের রূপ।

স্বদেশপ্রেমে থাকলে অটল
মিথ্যাবাদী তুলবে পটল ।



শাহজাহান আবদালী
দরিকান্দি আমার বাড়ি

দরিকান্দি আমার বাড়ি
বাঞ্ছারামপুর থানা
জেলা আমার বি-বাড়িয়া
নেই অনেকের জানা।
জন্ম আমার পঁচিশে মে
চৌষট্টির সালে
মনের রাজ্যে রাজা আমি
ছিলাম সর্বকালে।
স্ত্রীর নামটি রওশন আরা
ডাক নামটি আলো
নামাজ-রোজা ন্যায়-নীতিতে
অনেক অনেক ভালো।
আছে আমার একটি ছেলে
নাম ইনতান আবদালী
ক্রিকেট খেলার নামটি শুনলে
দেয় সে জোরে হাততালি।


আনসার উল হক
নজরুল

চেহারাটা দশাসই বাঁজখাঁই গলা
অলিগলি রাজপথ সবখানে চলা

ভরাগলা খিলিপান ঘোরে মাঠে মাঠে
লেটোদলে গান গেয়ে দিন তার কাটে

মুখখানা গোলগাল,কবিতায় মোড়া
স্বপ্নের ছোঁয়া তার দুই চোখ জোড়া

বাবরিটা পরিপাটি কোঁকড়ানো চুল
বুক ভেঙে পালিয়েছে পাখি বুলবুল

হঠাৎ তাকিয়ে দেখি,আমাদের পাশে
ঝিক্ মিক তারা হয়ে নজরুল হাসে।


জুলফিকার আলী
গরমের ছুটি


আম্রবনে মুক্ত বাতাস
খেলে লুটোপুটি,
মনের মাঝে রয় না যে মন
আজ আমাদের ছুটি।

আর কোনো নেই পড়ার তাড়া
সবাই বাঁধি জুটি,
ইশকুলে আজ যাবার যে ভয়
ঠিক গিয়েছে টুটি।

এখন শুধু খেলা খেলা
সুখের ছুটোছুটি,
পাড়া জুড়ে ছেলেমেয়ের
হল্লা কুটোকুটি।

গায় পাখিরা আমের বনে
জাম খেয়ে যায় দুটি,
মামার বাড়ি কেউ বা যাবো
আজ পেয়েছি ছুটি।



আলমগীর কবির
মা

মা আমার সেই ফুল,বাগানের সেরা;
ভালোবাসা,মায়া আর মমতায় ঘেরা।
মা আমার সেই পাখি, সকালের পাখি;
সুখে মন ভরে যায় যতবার ডাকি।
চাঁদ তারা দলবেঁধে জানো ধার করে,
মার হাসিটুকু রোজ রোজ তারপরে ;
আলো জ্বেলে হাসে, দেয় আলোতেই ডুব,
কারণ ওরাও মাকে ভালোবাসে খুব।



আহাদ আলী মোলা
মা কে জানো


মা কে জানো এই দুনিয়ায় সবচে’ বড় আসন যার
সাত সাগরের রতœ মানিক মধুর মধুর শাসন যার
মুখে ফুলের হাসি, বুকে অসীম মায়া ধারণ যার
মায়ার বাঁধন দিয়ে গড়া আদেশ নিষেধ বারণ যার।

মা কে জানো এই দুনিয়ায় পায়ের নিচে স্বর্গ যার
খোদার পরে পাওনা আছে ভক্তি পুজো অর্ঘ্য যার
আশিস দোয়া আশীর্বাদে ভরা যুগল চরণ যার
ছেলে-মেয়ের জন্যে খুবই তু”ছ মরণ বরণ যার।

মা কে জানো এই দুনিয়ায় সবচে’ দিলে রহম যার
নেই কোনো পাপ পঙ্কিলতা তিল পরিমাণ অহম যার
ভালোবাসা খাস মমতার নেই তো বুকে অভাব যার
মহান মহৎ কলঙ্কহীন দেবীর মতো স্বভাব যার।


মামুন-সিরাজী

হাসির ছড়া

খুস খুসে কাশি হলে খেয়ো তাল মিসরী
গায়ে চুলকানী হলে আহা, বড় বিশ্রী !
তাই বলে লজ্জ্বায় মুখে তালা দিয়ো না
বৈদ্য ছড়া কার উপদেশ নিয়ো না ।

যদি কারো অল্পেতে বুক করে ধুপ ধাপ
ভাববে না মালিশেই ব্যামোটা হবে সাফ ।
বরং তখনি সোজা ডাক্তারখানাতে
হলে যাও বুক বুজে কারু না মানাতে ।

রোদে কিংবা বৃষ্টিতে কারো যদি আসে জ্বর
সর্দি ও হাঁচিতে কাঁপে গা থর থর ।
ভেবো না একটুও,সর্ষে বাটা খাও
তার সাথে শরবত(চিনি গুলে লেবু নাও) ।

কারো ফুসফুসে যদি হাওয়া আটকাতে চায়
দম নিতে ভার ভার হাঁপ ছাড়া বড় দায় ।
ঠান্ডা কি গরমে তুমি মোটে যাবে না
আইসক্রিম কোকাকোলা একদম খাবে না ।

কারো গলা ব্যাথা হয় টনসিল ফুলে টঙ
গরম পানিতে গড়গড়া করো হয়ে সঙ ।
কেউ হাঁটে হন হন,কেউ পিপীলিকা বত্
কোনটাই ভাল নয়-বাজিয়ো না নহবত্ ।



পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test