E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বায়োস্কোপের রঙ্গ

২০১৬ জুলাই ২২ ২২:৫১:১৬
বায়োস্কোপের রঙ্গ






 

রিয়াজুল ইসলাম রিয়াজ

মনুষ্য মনের মানবতায়
বায়োস্কোপের রঙ্গ,
কি চমৎকার দেখা গেলো
মানুষ চেনায় সঙ্গ!

বর্ণ বিভেদ - ধর্ম বিভেদ!
ভেদা-ভেদের ঢং,
তারই পিছে ঘুরছে মানুষ
সেজেছে যে সং!

রুপ ধুয়ে দে একফোঁটা জল!
ককটেল করে খাই,
গুনের সাগর দিতে পারি ----
সাঁতার শিখি নাই!

রুপে মানুষ - গুণে মানুষ
মানুষ সাদা কালোয়,
বেছে নিও আপন মানুষ
মৌন চক্ষুর আলোয়!




(এইচবি/এস/জুলাই ২২,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test