E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অালমগীর কবির'র ছড়া

২০১৬ অক্টোবর ০৩ ১৭:৪৫:৩২
অালমগীর কবির'র ছড়া







 

ফিরিয়ে কেউ দেবে

নদীর বুকে আজ নেই ছন্দ
চাহনি উদাস ভীতু!
দুঃখ করে বলেন দাদু
কি বলবো রে মিতু;
নদীর তীরে পাই না খুঁজে
এখন শরত ঋতু!

এই নদীটাই বন্ধু ছিলো
করেছি কত খেলা,
নদীর জলে ভাসিয়ে দিয়েছি
নীল কাগজের ভেলা;
নদীর বুকে আজকে হঠাৎ
বর্জ দেখি মেলা!

দাদুর চোখে অশ্রু হঠাৎ
বলেন খানিক ভেবে,
বাংলা মায়ের হৃদয় থেকে
নদীও কেড়ে নেবে;
ছেলেবেলার বন্ধু নদী
ফিরিয়ে কেউ দেবে?

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test