E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অালমগীর কবির’র ছড়া

২০১৬ অক্টোবর ১২ ১৭:০৫:৩৭
অালমগীর কবির’র ছড়া







 

শরতের রুপ

নীলে ঢাকা আকাশের ছবি আঁকি
ঝলমলে গোলগাল রবি আঁকি,
এ মন থাকে না চুপ;
মাঠ বন রঙে রুপে রাঙা আজ,
কাড়ে মন সবুজের ডাঙা আজ,
আঁকি শরতের রুপ।

বকুল ও শিউলির ঘ্রাণ মাখা,
ভোরের উঠোনে যেন প্রাণ আঁকা
কিছু আঁকা সুর দিলে;
ভেসে যাবে কতদূর?জানা নাকি?
সাদা সাদা মেঘেদের ডানা আঁকি,
খেলা দেখি দূর নীলে।

আলো ছায়ার খেলাতে মন ভোলা,
শরতের রোদপাখি চঞ্চলা,
শুধু খায় দোল সুরে ;
নদী তীরে সবুজের হাতছানি,
চাঁদরাঙা নামে রোজ রাত জানি,
শরতের কোল জুড়ে।।

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test