E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারতরী(শিশু কিশোর সাহিত্য)

২০১৬ নভেম্বর ১১ ১২:২৬:০৩
সোনারতরী(শিশু কিশোর সাহিত্য)








 

সন্ধ্যা
নাসের মাহমুদ

আসছে দেখো সন্ধ্যা কেমন
রঙটি সোনার নিয়ে,
ছাড়ছে গদি দিনের রাজা
মিষ্টি হাসি দিয়ে।

বাসায় ফেরে পাখ-পাখি
চিনে নিজের ঘর,
ফিরলো বাড়ি দস্যিদুটো
সারা দিনের পর।

সন্ধ্যা খুবই মন্দা নদী
আস্তে ধীরে যায়,
অন্য রঙের চাদর জড়ায়
সোনার রঙের গায়।


ছড়া: এই কলিকাল
সুরাজ চৌধুরী

ভাবছি যখন অনেক কিছু
জমছে না তার একটাও
মনের বাড়ি ঘুরতে গিয়ে
দেখছি মনের আকাশ নীল--

টোপর মাথায় মনখানা যার
হরেক রঙের ভেকটাও
কোনটা আসল কোনটা নকল
সেই জানে যার গলায় তিল।

ভাবতে গিয়ে নতুন কিছুর
এপাশ ওপাশ সব দেখি
এই ধরো যার চিমটি খেলাম
দেখছি তাকেই বাহানায়

এই কলিকাল ওলট পালট
কি আসল আর কি মেকী
ডানে বামে সব নাচুনে
চরকি ঘুরা কাহানায়!


সেদিন কি আর পাব রে ভাই
রব্বানী চৌধুরী

সেদিন কি আর পাব রে ভাই
সেদিন কি আর পাব?
মায়ের হাতে মোরগ ভুনা
বসে বসেই খাব।
দাদার সাথে পিছে পিছে
বাজার হাটে যাব!
সেদিন কি আর পাব রে ভাই
সেদিন কি আর পাব?

সেদিন কি আর পাব রে ভাই
সেদিন কি আর পাব?
গরম দিনে চাচা আমার
পেড়ে দিতেন ডাবও।
মেলা থেকে বাঁশি কিনে
ফুর্তি কত ভাবো!
সেদিন কি আর পাব রে ভাই
সেদিন কি আর পাব?

সেদিন কি আর পাব রে ভাই
সেদিন কি আর পাব?
বাবার সাথে বিলের জলে
মাছ ধরাতে নাব
শিঙি মাছের কাটা ফুটলে
কান্না চোখে চাব!
সেদিন কি আর পাব রে ভাই
সেদিন কি আর পাব?

সেদিন কি আর পাব রে ভাই
সেদিন কি আর পাব?
এ দুনিয়ায় কেউ রবে না
একে একেই যাব!
পরের মঙ্গল চিন্তা কর
দেশের কথা ভাবো!
সেদিন কি আর পাব রে ভাই
সেদিন কি আর পাব?

হরবোলা
ইউসুফ রেজা

চারা গাছে সবুজ পাখি
হরবোলাদের ঘর
হরবোলারা ডাকতে পারে
অন্য পাখির স্বর।

চিকন চাকন বৃক্ষচারি
খায় পোকা আর ফল
সরু ঠোঁটে এদের আছে
মধু খাওয়ার চল।

বনে যদি হঠাৎ করে
ব্যাঘ্র মামাও ডাকে
হরবোলারা সেই ডাকটাও
নকল করতে থাকে।

একেকটা স্বর অনুকরণ
করে উড়ে উড়ে
ওরা আছে বাংলাদেশের
সমস্ত বন জুড়ে।

অনিকের দূঃখ
আলাউদ্দিন হোসেন

গরীব বলে অনিকেরে আজ কেউ বাসে না ভালো
চাঁদের মতো মূখটা অনিক করে রাখে কালো।

পাড়া-প্রতিবেশি,আত্মীয়-স্বজন সবাই করে হেলা
দূখের চোটে অনিক চলে ভাসিয়ে একা ভেলা ।

গরীব বলে সকাল-বিকাল পঁচা-বাসি খায়
ছেড়া পোষাক পরে অনিক ছেড়া জুতা পায়।

পাড়ার সবাই সুখে থাকে অনিকের বাস দূখে
দূঃখে ভাসা অনিক থাকে পাথর বেধে বুকে।

গরীব বলে ছোট্ট অনিক পায় না একটু সুখ
সুখের হাসি পায় না কখনো চাঁদের মতো মূখ।



জেলহত্যা দিবস
--আব্দুস সালাম

তাদের যোগ্য নেতৃত্বেই
দেশটা স্বাধীন হয়
তারাই দেশটা গড়বে আবার
এটাই শত্রুর ভয়।

চার নেতার নাম নেশানা
মুছে ফেলার চেষ্টা
পরাশয়ের জ্বালা বুকে
রক্তে মেটায় তেষ্টা।

‘ওরা যা চায় করতে দাও’
জঘন্য এক বুলি
বন্দী কারাগারে তাদের
করলো ঘাতক গুলি।

স্বাধীন সার্বভৌম এদেশ
থাকবে যতদিন
চার নেতারা হৃদয় মাঝে
থাকবে ততদিন।



জেলহত্যা দিবস
-খোন্দকার শাহিদুল হক

পঁচাত্তরের নভেম্বরে
তারিখ ছিল তিন
কলঙ্কিত বেদনাবিধুর
আরও একটি দিন।

জাতির পিতার সাথী এবং
স্বাধীনতার নায়ক
তাদের জেলে হত্যা ছিল
হৃদয়বিদারক।

গুলিকরে হত্যা করে
খুঁচিয়ে মেরে শেষে
পরাজিত ঘাতকেরা
এল নতুন বেশে।

মুক্তিযুদ্ধের ত্যাগ-মহিমা
মুছে ফেলার জন্য
ঘাতকদলের কর্ম ছিল
কতই না জঘন্য!

কলঙ্কিত এই দিবসে
খুনির ফাঁসি চাই
যেথায় তারা থাক পালিয়ে
কোনো রক্ষা নাই।

জাতীয় চার নেতার প্রতি
গভীরতম শ্রদ্ধা
অমর হয়ে থাকবে তাঁরা
মহান মুক্তিযোদ্ধা।

হেমন্তের সকালে
জুলফিকার আলী

দেই খুলে হেমন্ত-ভোরে আজ কবিতার ঝাঁপি,
হালকা শীতে করছে মানুষ একটু কাঁপাকাপি|
দূর্বাঘাসে শিশির পড়ে ঝিরঝরে গড়িয়ে,
শিউলী ফুলের গন্ধ আছে চারপাশে ছড়িয়ে|

কুয়াশারই চাদর গায়ে সর্ষে ফুলের হাসি,
যাচ্ছে দেখা কলাই ফুল ও মটর পাশাপাশি|
খেজুর গাছে রসের হাড়ি বাঁধছে এখন গাছি,
ফুলবনে যায় ছুটে ছুটে কতই না মৌমাছি|

গাঁয়ের কৃষাণ কৃষাণীরা জাগে যে খুব ভোরে,
সূর্য্যিমামা উঁকি মারে দ্রুত সবার দোরে|

দেখতে এসব শহর থেকে চলে আসুন গাঁয়ে,
হেমন্তেরই সকালবেলা শিশির ধোয়া পায়ে|

হেমন্তের এলে
স্বপন শর্মা
.
চড়ুই ঠোঁটে হাসি ফোটে
দেখে পাকা ধান,
বয়াতি জনে বাউল মনে
গায় সুখের গান।
হেমন্ত নদী শুকায় যদি
চর জেগে ওঠে,
ডাহুক মরাল বক সেথা
মাছ ধরে ঠোঁটে।
অরুণ আলো লাগে ভালো
যদি শিশির পড়ে,
খেজুর রসে পিঠা পায়েস
খেয়েই পেট ভরে।
সর্ষে ক্ষেতে ভ্রমর নাচে
ছাতিম ফুলে মাছি,
হেমন্ত রূপে মুগ্ধ হয়ে
আশায় থাকে গাছি।
.
আকাশ জয়
সাঈদ সাহেদুল ইসলাম

আকাশ জুড়ে চাঁদ ও তারা
দারুণ আলোর হাট,
সে হাটে সব নৌকা রকেট
ছুটছে ছেড়ে ঘাট।

এ ঘাটে সে রকেট ছোটে
কোন ঘাটে যায় থেমে?
আকাশ হতে নৌকা রকেট
আয় মাটিতে নেমে।

আমরা খুকু চড়বো রকেট
করব আকাশ জয়,
সেই জয়েরই জয় কাহিনি
জানবে জগৎময়।



সম্পাদনা-বদরুল হায়দার

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test