E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলাউদ্দিন হোসেন’র ছড়া

২০১৭ মার্চ ০৬ ১৪:১৬:৩৯
আলাউদ্দিন হোসেন’র ছড়া







 

স্বাধীনতা

সারা বাংলায় আমি দিয়েছি
স্বাধীনতার ডাক,
আমার ডাকে সাড়া দিয়েছে
বাঙালি ঝাঁক ঝাঁক ।
থেমে থাকেনি কোন বাঙালি
আমার দেওয়া ডাকে,
যুদ্ধ করেছে মাঠে ঘাটে
যুদ্ধ করেছে নদীর বাকে ।
ধৈর্য ধরে সহ্য করেছি
রক্ত ঝরানো ব্যথা ,
আমি মার্চ আমি এনেছি
বাংলায় স্বাধীনতা ।
জীবন দিয়েছি রক্ত দিয়েছি
এনেছি স্বাধীনতা,
আমি মার্চ আমি এনেছি
বাংলায় স্বাধীনতা ।

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test