E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেবজ্যোতি কাজলে’র গল্প

২০১৭ এপ্রিল ০২ ১৫:২৮:৫০
দেবজ্যোতি কাজলে’র গল্প







 

অনুগল্প
মেঘ থেকে এলে তুমি
দেবজ্যোতিকাজল
সে একটু গলা চড়িয়ে বলল, “প্লীজ এখানে বসবেন না ।” আমি থেমে গিয়ে চোখের দিকে তাকালাম । বেশ রাগীরাগী মনে হলো ।
আমি সামনা-সামনি একটা সীটে বসলাম । কিছু পরে সদ্য যুবতী মার্কা এক মেয়ে এসে আমার পাশে বসল । সীটে বসেই মেয়েটি ফেসবুক করতে লাগল ।
আমাদের দুজনার মধ্যে কথা হচ্ছিল । প্রথমে দুজনার মধ্যে নামের বিনিময় হলো । হাসতে হাসতে মেয়েটি বলল,“ আপনি ফেসবুক করেন না ?”
আমি শান্ত গলায় বললাম, “ ছিলো । এখন নেই । আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গিয়েছে । ভয় পাচ্ছি আইডিটি খারাপ কাজে ব্যবহার না হয় ।”
আমার কথা শেষ হতেই । সামনের সীটে বসা মেয়েটি বলে উঠল,“ চিন্তা করবেন না ।”
আমি চমকে ওঠে বললাম ,“ কি!”
“আমি প্রান্তিকা । আইডিটি নিয়ে রিপোর্ট করে দিবো ।”
তারপর দু’জনের মধ্যে মোবাইল নাম্বার বিনিময় হলো । এবং ফেসবুক আইডি....
প্রান্তিকা চলে গেল । অফিসে পৌঁছে আমাকে ম্যাসেজ করলো । আইডিটির নামে রিপোর্ট করেছে ফেসবুক অফিসে । আমি থ্যাংস জানালাম ।
দু'দিন পর আবার দেখা হলো ট্রেনে প্রান্তিকার সাথে । আমরা ফিরছিলাম নিজেদের শহরে । আমাদের অনেক কথার মাঝে whatsapp নাম্বার বিনিময় হলো । whatsapp-এ আমাদের মধ্যে প্রচুর রোমান্টিক কথা হত ।
একদিন রাত একটায় আমাকে ম্যাসেজ করল । “ আমি ব্যালকনিতে আছি । তুমি এসো ।”
আমি ঘড়ি দেখে । জিজ্ঞেস করলাম ,“ কেনো ? ক’টা বাজে জান কি ?”
প্রান্তিকা বিনয়ের সুরে বললো,“ প্লীজ এসো । আমি এখানে আছি ।”
আমি বারান্দায় এসে দেখি । প্রান্তিকা দাঁড়িয়ে আছে ।
আমি কাছে গিয়ে দাঁড়াতেই প্রস্তাবসূচক কন্ঠে বললো,” তুমি আমাকে বিয়ে করতে পারবে?”
কথাটা শুনে চমকে উঠলাম । ভাবলাম totally mad .....
আমাদের রিলেশনশীপ মাত্র সাত দিনের । কিন্তু কথা শুনে মনে হলো সাত বছরের । আমি প্রান্তিকা-কে দুমাস পর বিয়ে করব বললাম......
লিভটুগেদার.....লাভটুগেদার
আমিও তোমাকে ভীষণ ভালবাসি । তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারব না । লাভ ইউ ভেরি মাচ্....

দেবজ্যোতিকাজল

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test