E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আব্দুল আজিজ’র ছড়া

২০১৭ এপ্রিল ২২ ১৩:১০:২৯
আব্দুল আজিজ’র ছড়া







 

আমার দাদা

আমার দাদা খান না গরু
মিলছে নাতো সুত্র,-
যিনি গরুর দুগ্ধ খেয়ে
হয়েছেন গো-পুত্র।

শুধু গরুর দুগ্ধই নয়
ক্ষীর-মাখনও খান,-
দই, ছানা, ঘি-এ ভাজা
বেশি-বেশি চান।

টনে-টনে মূত্র পানেও
হন না দাদা তুষ্ট,-
নিত্য দাদার দেহ করেন
এসব খেয়েই পুষ্ট।

এসব খেয়েও খান না গরু
দাদা বলতে চান,-
আর সবারে খেতে শুনলে
তাতেই ক্ষ্যাপে যান।

আমার দাদা খান না গরু
কেমন মিথ্যাচার!-
গরু দাদার মায়ের মত
মা-ই করবেন পার।

আসল মা যেন নয়রে আসল
গরুই আসল মা,-
তাইত গরুর অপমানে
জ্বলে দাদার গা।

নিজকে রাখেন সারাক্ষণই
গো-দুগ্ধে শুদ্ধ,-
একটি গরুর হত্যা হলে
তাতেই বাঁধান যুদ্ধ।

গরু মায়ের পূঁজা করেন
পেতে দিব্যশক্তি,-
মার চামড়ার জুতা পরলে
হয় কি মাতৃভক্তি?
ও দাদা! হয় কি মাতৃভক্তি???


পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test