E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলাউদ্দিন হোসেন'র ছড়া

২০১৭ মে ১৩ ১১:৩৮:৪১
আলাউদ্দিন হোসেন'র ছড়া







 

ছড়ার দেশে

ছড়ার দেশে যাবো আমি
লিখবো শুধু ছড়া,
ছড়া লিখে থাকবো বেঁচে
বাঁচবো না ছড়া ছারা ।

ছড়া আমার জীবন সাধন
ছড়া আমার জান,
ছড়া লিখেই বেঁেচ আছে
আমার দেহে প্রাণ ।

ছড়ার দেশে চলে যাবো
আসবো না আর ফিরে,
সারা-জীবন থাকবো আমি
ছড়ার দেশকে ঘিরে ।

ছড়া লিখে ইতিহাসে থাকবো
আমি অমর,
ছড়ার দেশে চলে যাবো
বাাঁধবো ওখানে ঘর ।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test